Breaking News
Home / Breaking News / আগামীকাল চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় মরহুম আবদুল করিম পাটওয়ারীর ১৯ তম মৃত্যুবার্ষিকী.

আগামীকাল চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় মরহুম আবদুল করিম পাটওয়ারীর ১৯ তম মৃত্যুবার্ষিকী.

বিশেষ প্রতিনিধিঃ

চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় সাবেক গণপরিষদ সদস্য ও চাঁদপুর পৌরসভার সফল চেয়ারম্যান, প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আবদুল করিম পাটওয়ারীর ১৯ তম মৃত্যুবার্ষিকী
২০০০ সালের ২০ জানুয়ারি ভোর ৬টা ৩৫ মিনিটে চাঁদপুর শহরের তালতলাস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই দিনেই বিকেল ৫টায় চাঁদপুরে স্মরণাতীতকালের বিশাল জানাজা শেষে পাটওয়ারী বাড়ি জামে মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আবদুল করিম পাটওয়ারী সকল রাজনৈতিক নেতা-কর্মী এবং চাঁদপুরবাসীর কাছে ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ও সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তি। তাঁর মৃত্যুর সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ এই মহান নেতাকে শ্রদ্ধা জানাতে বাড়িতে এসে ভীড় জমায়। সর্বত্র নেমে আসে শোকের ছায়া। মরহুম আবদুল করিম পাটওয়ারী শুধু রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন শান্তিপ্রিয় ব্যক্তিত্বসম্পন্ন একজন সাধারণ মানুষ এবং নির্ভীক সমাজসেবক।স্বাধীনতোত্তর চাঁদপুর পৌরসভাকে আধুনিকায়ন করতে তাঁর চিন্তা-চেতনা ও পরিকল্পনা ছিল অতুলনীয়। সে জন্যে চাঁদপুরবাসী মৃতু্যুর আগে ও পরে শ্রদ্ধাভরে স্মরণ করে আসছিলো৷
আপনার প্রতি রহিল সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা৷
দোয়া করি আল্লাহ আপনাকে বেহেস্ত বাসি করুন

Powered by themekiller.com