Breaking News
Home / Breaking News / কচুয়া শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের ৯৮/৯৯ এসোসিয়েশনের অভিষেক উপলক্ষ্যে মিলন মেলা

কচুয়া শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের ৯৮/৯৯ এসোসিয়েশনের অভিষেক উপলক্ষ্যে মিলন মেলা

অফিস প্রধান মফিজুল ইসলাম বাবুল, কচুয়াঃ
বন্ধুত্বের টানে শিকড়ের পানে প্রত্যাশা স্লোগানে কচুয়া পৌর সদরের হজরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের ৯৮/৯৯ এসোসিয়েশনের অভিষেক উপলক্ষে অাজ শুক্রবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে ব্যাপক অানন্দ উৎসাহের মধ্যে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ওই সালের শিক্ষার্থীরা স্থানীয় এবং দেশের বিভিন্ন স্থানের কর্মস্থল থেকে স্ব-পরিবার নিয়ে ছুটে এসে এ মিলন মেলায় যোগদান করেন।

Powered by themekiller.com