Breaking News
Home / Breaking News / জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন দুটি প্যানেলের পূর্নাঙ্গ প্রার্থীরা

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন দুটি প্যানেলের পূর্নাঙ্গ প্রার্থীরা

কোর্ট রির্পোটার,চাঁদপুরঃ

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০১৯ উপলক্ষে মনোনয়নপত্র দাখিল করলেন দুটি প্যানেলের পূনাঙ্গ প্রার্থীরা।

বৃহস্পতিবার(১৭ জানুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও বর্তমান জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডঃ আবদুল লতিফ শেখ এবং রিটার্নিং অফিসার ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডঃ মো. আবদুল্লাল আল মামুনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন দুটি প্যানেলের প্রার্থীসহ সিনিয়র আইনজীবীরা।
প্যানেল দুটি হচ্ছে সম্মিলিত আইনজীবী সম্বনয় পরিষদ ( আওয়ামী ) ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট (বিএনপি)। দুপুর ২টা ১ মিনিটে প্রথম মনোনয়নপত্র দাখিল করেন সম্মিলিত আইনজীবী সম্বনয় পরিষদ ও দুপুর ২টা ৪৫ মিনিটে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট ( বিএনপি)।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া সম্মিলিত আইনজীবী সম্বনয় পরিষদের (আওয়ামীলীগ) প্রার্থীরা হলো: সভাপতি পদে অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ আলহাজ¦ মোঃ নওশেদ আহমে, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মো. মোরশেদ আলম তালুকদার বাবুল, সাধারন সম্পাদক পদে অ্যাডঃ শাহাদাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ এবিএম সানাউল্যা, সম্পাদক ফরমস পদে অ্যাডঃ মোহাম্মদ নুরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ মোহাম্মদ ফারুক খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ মোঃ খোরশেদ আলম শাওন, জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন প্রধানীয়া, রানিং অডিটর পদে অ্যাডঃ মোঃ শাহজাহান আখন্দ, চেয়ারম্যান রেজিষ্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ সাইফুল ইসলাম শাহিন, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. ‍ বিশ্বজিত কর রানা, মোঃ আল আমিন হোসেনও মোঃ কামরুল ইসলাম।
মনোনয়নপত্র জমা দেওয়া জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট (বিএনপি) প্রার্থীরা হলো: সভাপতি পদে অ্যাডঃ মো. ইব্রাহিম খলির, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ. মো. সহিদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মো. কামাল হোসেন মজুমদার, সাধারন সম্পাদক পদে অ্যাডঃ মো. এমরান হোসেন, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মাসুদ প্রধানিয়া, সম্পাদক ফরমস পদে অ্যাডঃ মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ কামাল হোসেন, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ মো. জাকির হোসেন পাটওয়ারী, জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোহাম্মদ আতিকুর রহমান হাওলাদার, রানিং অডিটর পদে অ্যাডঃ মো. কামাল হোসেন পাটওয়ারী, চেয়ারম্যান রেজিষ্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মো. মাহাবুবুল আলম, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মো. আবুল হাসনাত বেপারী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ আবদুল কাদের খান, মো. মোজাহেদুল ইসলাম ও অ্যাড. মিসেস ফারজানা আক্তার।
উল্লেখ্য আগামী ২৪ জানুয়ারি দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৫ টি পদের জন্য জেলা আইনজীবী সমিতির ২য় তলায় এ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এবারের সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ৩০০ জন।

Powered by themekiller.com