দেশের আরো ১২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে সরকার। আজ মঙ্গলবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আদেশ জারির পর থেকেই বিদ্যালয়গুলো সরকারি হিসেবে গণ্য হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।
এই ১২টি বিদ্যালয় হলো— জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, কালাই এমইউ উচ্চ বিদ্যালয় এবং আক্কেলপুর এফইউ পাইলট উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জের ভৈরব কেবি পাইলট মডেল হাইস্কুল, মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, নিকলী জিসি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ। এ ছাড়া রাজশাহীর পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়, বগুড়ার সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয়, শরীয়তপুরের ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় এবং নড়াইলের কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার। সেই ধারাবাহিকতায় চলতি বছরে অর্ধ শতাধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।