Breaking News
Home / Breaking News / বাঁশচড়ায় মদিনাতুল উলুম ইসলামীয়া এতিমখানা নানা অনিয়মের অভিযোগ

বাঁশচড়ায় মদিনাতুল উলুম ইসলামীয়া এতিমখানা নানা অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।।
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে বাঁশচড়া পূর্বপাড়া মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসার এতিম খানায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানান, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ক্বারী উমর ফারুক। সে নিজেই পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই পদে দায়িত্ব নিয়োজিত আছেন। প্রতিষ্ঠানটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়, যার রেজিঃ নং- জাঃ-০০৭০০। এতিমখানার নামে মাত্র সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন নূরুল ইসলাম। স্থানীরা আরো জানান, মদিনাতুল উলুম ইসলামীয়া এতিমখায়া বিভিন্ন উন্নয়নের কথা বলে অর্থ সংগ্রহ করলেও প্রতিষ্ঠানের কোন প্রকার উন্নয়ন সরেজমিনে দেখা যায়নি এবং এতিমখানার কোন নামফলক বা সাইবোর্ড নেই। সরকারী বরাদ্দসহ বিভিন্ন প্রতিষ্ঠান বা মানুষের দেওয়া সকল অর্থ নিজের প্রয়োজনে ব্যবহার করে ক্বারী উমর ফারুক নিজেই। তিনি বর্তমানে জামাত ইসলামীর রাজনীতিতে সাথে জড়িত আছেন বলে তারা জানান। এলাকাবাসীর দাবী প্রতিষ্ঠানে যোগদান পূর্বে ছাত্র শিবিরের নেতার দায়িত্ব পালন করতেন। তারা মনে করেন এ প্রতিষ্ঠানে তিনি জড়িত থাকলে নূরানী ও হাফেজিয়া পড়–য়া ছোট ছোট শিশুরা সু-শিক্ষা শিক্ষিত হতে পাড়বে না। অপরদিকে মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী উমর ফারুককে মাদ্রাসায় গিয়ে এবং মুটো ফোনে পাওয়া যায়নি। মাদ্রাসার গিয়ে কোন ছাত্র পাওয়া না গেলেও শিক্ষক হয়রত আলী জানান ১২০ জন ছাত্র অধ্যয়নরত আছেন। প্রধান শিক্ষক বর্তমানে বিএনপি-রাজনৈতির সাথে জড়িত বলে মাঝে মাঝে আসতে পারেন না।

Powered by themekiller.com