Breaking News
Home / Breaking News / কচুয়ার ‘মানবতার পাশে রাসেল পাটোয়ারী ফাউন্ডেশন’র পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

কচুয়ার ‘মানবতার পাশে রাসেল পাটোয়ারী ফাউন্ডেশন’র পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

মফিজুল ইসলাম বাবুল,অফিস প্রধান কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার পাড়াগাঁও গ্রামের ইতালী প্রবাসীর ব্যাক্তিগত “মানবতার পাশে রাসেল পাটোয়ারী শিক্ষামুলক ফাউন্ডেশন”র পক্ষ থেকে শাহরাস্তি উপজেলার ১২নং টামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, অভিভাবক ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। অাজ মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে শাহরাস্তি উপজেলার আলোর সন্ধান সংগঠনের আয়োজনে এক আলোচনা সভায় মোঃ রুবেল মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইতালী প্রবাসী রাসেল পাটোয়ারীর সহধর্মিনি জামেনা আক্তার ঝুমু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ভুইয়া, সহকারী শিক্ষক কাজী শাহদাত হোসেন, আলোর সন্ধান সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য মোঃ আলাউদ্দিন সবুজ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার, কোষাদক্ষ্য মোঃ হাসান ও প্রচার সম্পাদক সোলাইমান মজুমদার প্রমুখ। আলোচনা শেষে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও পুরুস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।
উল্লেখ্য যে মানবতার পাশে রাসেল ফাউন্ডেশন উক্ত বিদ্যালয়কে এবং আলোর সন্ধান সংগঠনকে ক্রিড়া সামগ্রী প্রদান করেন।

Powered by themekiller.com