Breaking News
Home / Breaking News / এখন থেকে এক টাকাও খেলাপি ঋণ বাড়বে না: অর্থমন্ত্রী

এখন থেকে এক টাকাও খেলাপি ঋণ বাড়বে না: অর্থমন্ত্রী

বিশেষ প্রতিনিধিঃ
দেশের সব ব্যাংক মালিকদের বরাত দিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আজ এবং এখন থেকে আর এক টাকাও খেলাপি ঋণ বাড়বে না। এ বিষয়ে ব্যাংকের মালিকরা আমাকে কথা দিয়েছেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর শের-ই-বাংলা নগরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত যে পরিমাণ খোলাপি ঋণ রয়েছে, তা ধীরে ধরে কমিয়ে আনা হবে। কেউ সরকারি টাকা বেহাত করতে পারবে না। ঋণ নিয়ে থাকলে অবশ্যই টাকা ফেরত দিতে হবে।
এর আগে গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রী জানান, খেলাপি ঋণ আদায়ে ব্যাংক কোম্পানি আইনে সংশোধনী এনে পরিবর্তন করা হবে।
বিএবি নেতাদের সঙ্গে বৈঠকের আগে আজ সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান অর্থমন্ত্রী। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
সেখানে অর্থমন্ত্রী বলেন, এ বছর বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন হবে বাংলাদেশে। আশা করছি, চলতি অর্থবছরে আমরা প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ অর্জন করতে পারব।
তিনি আরো বলেন, আগে বিশ্বব্যাংক বলতো আমাদের সাড়ে ৬ ভাগের বেশি প্রবৃদ্ধি হবে না। তবে এবার বিশ্বব্যাংকই বলেছে আমাদের ৭ ভাগের উপরে প্রবৃদ্ধি হবে।

Powered by themekiller.com