Breaking News
Home / Breaking News / ফুলে ফুলে সজ্জিত চাঁদপুরের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

ফুলে ফুলে সজ্জিত চাঁদপুরের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

এম. আর হারুনঃ গর্ব, হ্যা গর্ব। চাঁদপুর তথা সারা বাংলাদেশের গর্ব মন্ত্রী সভায় সব চেয়ে বেশি শিক্ষিত চাঁদপুরের কৃতি সন্তান ডাঃ দীপু মনি এমপি। একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী নৌকা প্রতীকে বিজয়ী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ডাঃ দীপু মনি শিক্ষা মন্ত্রী হিসাবে শপথের পর পরই বৃহস্পতিবার চাঁদপুর মেডিক্যাল কলেজ উদ্ধোধনের জন্য চাঁদপুরে প্রথম আগমন ঘটে। তিনি সকালে চাঁদপুর মেডিক্যাল কলেজ উদ্ধোধন করেন। সন্ধার পর থেকে তার নিজ বাস ভবনে চাঁদপুরের বিভিন্ন মহল তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে তার বাস ভবনে ভীড় জমাতে থাকে, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাতীলীগসহ দলীয় অংগসংঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া নিয়ে শিক্ষামন্ত্রীর বাস ভবনে অপেক্ষামান থাকে। একের পর এক ফুলের তোড়া দিয়ে দলীয় কর্মীরা ফুলের শুভেচ্ছা জানান। এরপরই শুরু হয় বিভিন্ন সংগঠন, স্কুল মাদ্রাসা, কলেজের শুভেচ্ছা বিনিময়, চাঁদপুরের ১৬টি নিয়মিত দৈনিক পত্রিকা, ৭টি সাপ্তাহিক পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজের পোর্টালের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়, চাঁদপর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, চাঁদপুর প্রেস ক্লাব, চাঁদপুর ডাক্তার এসোসিয়েশন, চাঁদপুর ফার্মাসিউটিক্যাল এসোশিয়েসনসহ বিভিন্ন সংগঠন সংস্থা গুলো গুলো শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে ফুলের শুভেচ্ছা জানায়। এ দিকে চাঁদপুর থেকে গত কয়েকমাস যাবৎ প্রচারিতব্য বাংলারমুখ নিউজ২৪ ডট কম থেকে শিক্ষা মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ শুভেচ্ছায় উপস্থিত ছিলেন বাংলারমুখ নিউজ২৪ ডট কম এর প্রকাশক এডভোকেট বদরুল আলম, সম্পাদক এন কে সুমন পাটওয়ারী, প্রধান সম্পাদক এম. আর হারুন, বার্তা সম্পাদক অভিজিত রায়, গল্লাক প্রতিনিধি রিপন চন্দ্র । বিশেষ করে বাংলাদশে প্রথমবারের মতো কোনো নারী শিক্ষামন্ত্রী হওয়ায় এমনকি চাঁপুরের কৃতি সন্তান হিসাবে চাঁদপুরবাসীর গৌরব। এ গৌরবে ডাঃ দীপু মনিকে চাঁদপুরের আপামর জনতা ফুলে ফুলে সৌরভিত করে। বাংলারমুখ নিউজ ডটকম থেকে নবাগত শিক্ষামন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। তিনি যথাযথভাবে তার দায়িত্ব পালন করে চাঁদপুরবাসীর সুনাম বয়ে আনবে। এমনকি প্রশ্ন পত্র ফাঁস প্রতিরোধে যথাযথ ভুমিকা রাখবে। এতেই তিনি এবং চাঁদপুরবাসীর সুখ্যাতি প্রসারিত হবে।

Powered by themekiller.com