Breaking News
Home / Breaking News / জাতীয় ঐক্যফ্রন্টের ৩ দফা কর্মসূচীর ঘোষনা

জাতীয় ঐক্যফ্রন্টের ৩ দফা কর্মসূচীর ঘোষনা

নিজস্ব প্রতিবেদকঃ ভোটে অনিয়মের অভিযোগ করে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ৩ দফা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় সংলাপ, নির্বাচনী ট্রাইব্যুনালে প্রার্থীদের মামলা করা এবং ভোটের দিন ক্ষতিগ্রস্ত এলাকায় সফর। মঙ্গলবার বিকালে বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় অনুষ্ঠিত বৈঠকে এ তিন দফা কর্মসূচি চূড়ান্ত করেন নেতারা। বৈঠক শেষে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী সপ্তাহে সিলেটের বালাগঞ্চে ক্ষতিগ্রস্ত এলাকায় সফরে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা।

এছাড়া নির্বাচন ইস্যুতে আমরা জাতীয় সংলাপ ডাকবো। আর প্রার্থীরা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন। বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

Powered by themekiller.com