Breaking News
Home / Breaking News / প্রশ্ন ফাঁস বড় চ্যালেঞ্জ …. শিক্ষামন্ত্রী দীপু মনি

প্রশ্ন ফাঁস বড় চ্যালেঞ্জ …. শিক্ষামন্ত্রী দীপু মনি

এন কে সুমন পাটওয়ারী ::
মন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর প্রথম কর্মদিবসেই প্রশ্ন ফাঁস রোধ বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তা মোকাবিলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের নিজ দফতরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা চেষ্টা করব প্রধানমন্ত্রী যে বিশ্বাস আস্থা রেখেছেন তা রক্ষা করতে। সরকারকে জনগণ উজার করে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তারা বিপুল প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছে। আমরা তা পূরণের চেষ্টা করব।

সামনে পরিবর্তন বা পরিবর্ধন প্রয়োজন হলে তা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

দিপু মনি বলেন, আমি এবং উপমন্ত্রী রাজনীতির মানুষ। আমাদের জন্ম রাজনৈতিক পরিবারে। আমরা দলের মধ্যেও সহযোদ্ধা। এখানেও সবাইকে নিয়ে টিম হিসেবে কাজ করব। সব প্রতিশ্রুতি বাস্তবায়নে একযোগে কাজ করব। কাজ সঠিকভাবে করতে গেলে সবার সহযোগিতা লাগে। আমরা সেই সহযোগিতা চাই।

তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারের ২১ অঙ্গীকারের মধ্যে শিক্ষার মান উন্নত করা অন্যতম। এই চ্যালেঞ্জ সারা বিশ্বের। সেগুলোর জন্য কাজ করা হবে।

এ সময় উপমন্ত্রী মুহিবুল হাসার চৌধুরী বলেন, নির্বাচনের পরে প্রধানমন্ত্রী বলেছিলেন, ক্ষমতা না দায়িত্ব। সেই দায়িত্বশীলতা নিয়ে সবাই কাজ করব।

Powered by themekiller.com