Breaking News
Home / Breaking News / কুরিয়ার সার্ভিসে সারাদেশে যাচ্ছে ইয়াবা : র‌্যাব

কুরিয়ার সার্ভিসে সারাদেশে যাচ্ছে ইয়াবা : র‌্যাব

বিশেষ কায়দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ইয়াবা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান।

সোমবার বিকেলে রাজধানীর মতিঝিল দিলকুশা বাণিজ্যিক এলাকাস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে উপস্থিত সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি। এর আগে ওই শাখায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ সময় এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আরিফুল ইসলাম (২২), মো. ফোরকান (৩৪), মো. নুরে আলম রুবেল (৩১) ও মো. নাঈম কাজী (২৭)।

র‌্যাব ১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, গ্রেফতাররা চট্টগ্রাম জেলার লোহাগড়া থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যোগে বড় ধরনের ইয়াবার চালান নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানটি শুরু হয় সোমবার সকাল ১১টার দিকে। চার ধাপের এই অভিযান শেষ হয় বিকেল সাড়ে তিনটার দিকে। এ সময় তাদের গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে চারটি চালানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২ কোটি টাকা।

error: Content is protected !!

Powered by themekiller.com