Breaking News
Home / Breaking News / বড় ধরনের ঝুঁকিতে জনতা ব্যাংক

বড় ধরনের ঝুঁকিতে জনতা ব্যাংক

নিউজ ডেস্ক:
২০ হাজার কোটি টাকার ঋণ বিতরণে জালিয়াতির আশ্রয়, বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার কোটি টাকা * ১১শ’ কোটি টাকার খেলাপি ঋণ কেনার নজিরবিহীন ঘটনা * জালিয়াতির দায়ে মোহাম্মদপুর ও ইমামগঞ্জ শাখার এডি লাইসেন্স স্থগিত * ঋণ বিতরণের তুলনায় আদায় কম হওয়ায় ব্যাংকটি বড় ধরনের ঝুঁকিতে রয়েছে -বাংলাদেশ ব্যাংক * এর সঙ্গে প্রভাবশালী লোকজন জড়িত, তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এটি ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বা দুর্নীতি দমন কমিশনের কাছে হস্তান্তর করা দরকার -খোন্দকার ইব্রাহিম খালেদ।

Powered by themekiller.com