Breaking News
Home / সারাদেশ / চাঁদপুরের অধ্যাপক মোহাম্মদ হোসেন খান ও স্ত্রী সন্তানের হাত পা বেঁধে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাত দল

চাঁদপুরের অধ্যাপক মোহাম্মদ হোসেন খান ও স্ত্রী সন্তানের হাত পা বেঁধে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাত দল

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর শহরের ব্যাংক কলোনীতে বাড়ীর মালিক, স্ত্রী ও সন্তানের হাত পা বেঁধে মূল্যবান জিনিসপত্র নিয়েগেছে ডাকাত দল । সোমবার (২৭ আগষ্ট) ভোর রাতে ব্যাংক কলোনীর বাসিন্দা প্রবীন সংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

ওই এলাকায় কর্তব্যরত কমিউনিটি পুলিশের সদস্য জিলানীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছেন। মোহাম্মদ হোসেন খান জানান, রাতে তারা ঘুমিয়ে ছিলেন। আনুমানিক সাড়ে ৩টার দিকে ৭ জনের সংঘব্ধ ডাকাতদল মুখে গামছা পেছিয়ে ঘরে প্রবেশ করে।

এ সময় তারা তার স্ত্রী ও ছেলেসহ ৩ জনের হাত পা বেঁধে রাখেন। ডাকাতরা ঘরে থাকা নগদ ৯০ হাজার টাকা, ৬টি মোবাইল ও স্ত্রী ব্যবহৃত স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার সময় তার ছেলে ডাকাতদের সাথে কথা বলতে চাইলে তারা তাকে মারধর করেন।

error: Content is protected !!

Powered by themekiller.com