Breaking News
Home / Breaking News / সংগঠন শক্তিশালী থাকলে কোনো ঝড়-ঝাপ্টা বা অপশক্তি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না

সংগঠন শক্তিশালী থাকলে কোনো ঝড়-ঝাপ্টা বা অপশক্তি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না

বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় ডাঃ দীপু মনি এমপি
চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৫ আগস্ট) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যে নেতাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে বলেন, সংগঠন শক্তিশালী থাকলে কোনো ঝড়-ঝাপ্টা বা কোনো অপশক্তি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। আমাদেরকে সাংগঠনিক নিয়মকানুন এবং কর্মকান্ড চর্চার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দলকে এগিয়ে নিতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ বৃহৎ একটি সংগঠন। দল করতে এসে আমাদের মধ্যে দ্বিমত, মন কষাকষি এবং পছন্দ-অপছন্দ থাকতে পারে। কিন্তু সংগঠন যেহেতু আমরা করি, আদর্শের জায়গায় আমরা সবাই এক। সেই আদর্শের ভিত্তিতে আমরা সবাই একসাথে কাজ করবো। সভায় এলাকার উন্নয়ন বিষয়ে অনেক কথা বলা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শুধু বাগাদী ইউনিয়নেই নয়; আমার নির্বাচনী এলাকা চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার যে ২০টি ইউনিয়ন রয়েছে, প্রত্যেক ইউনিয়নে প্রতিশ্রুতির চেয়েও বেশি উন্নয়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকারে থাকলে ইনশাল্লাহ এ উন্নয়নের চাকা বন্ধ হবে না। তাই আওয়ামী লীগের অর্জন, উন্নয়ন ও অগ্রগতি ঘরে ঘরে গিয়ে দলীয় নেতা-কর্মীদের জনগণকে জানাতে হবে। নৌকার বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সংগঠনকে আরো গতিশীল করে এখন থেকে প্রস্তুতি নেয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সসম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম সম্পাদক আঃ আজিজ খান বাদল ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল। ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজির সভাপ্রধানে ও সদস্য সচিব ইব্রাহিম খলিল লিটনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম, সাধারণ সম্পাদক নাহিদ সুলতানা রনি, মহিলা নেত্রী শ্যামলী বেগম, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির গাজীসহ আরো অনেকে।

বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন মাস্টার, মোস্তফা দেওয়ান, আলহাজ্ব বারেক গাজী, ফজলুর রহমান, নজরুল ইসলাম, হাফেজ হাসান, ফারুক আহমেদ কাকন, শাহজাহান মাস্টার, ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন মিজি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মান্নান মিয়াজী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছ মোল্লা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুখরঞ্জন দাস, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মিয়াজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম খান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহিদ গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহআলম মাস্টার, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল বেগম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ভুট্টু, শেখ রাসেল স্মৃতি সংসদের ইউনিয়ন সভাপতি জাকির হোসেন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম আকিব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন মাল প্রমুখ। বর্ধিত সভায় ইউনিয়নের প্রায় ৮৫ জন সদস্যসহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com