Breaking News
Home / Breaking News / নৌকার প্রচারনা শেষে ফেরার পথে হাত পা ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

নৌকার প্রচারনা শেষে ফেরার পথে হাত পা ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

বিশেষ প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে নৌকা প্রতীকের নির্বাচনী সভা থেকে ফেরার পথে দুর্বৃত্তরা এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহত রাজীব খান কেশবপুর পৌরসভার ৭নং মধ্যকুল ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান খানের ছেলে ও পৌর যুবলীগ কর্মী।

শুক্রবার দুপুরে এ ঘটনা পৌরসভার বাজিতপুর ওয়ার্ড এলাকায় ঘটেছে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজীব খান শুক্রবার সকালে বিষ্ণুপুর এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী সভায় গিয়েছিলেন। দুপুরের দিকে সেখান থেকে মোটরসাইকেলে ফেরার পথে তার ওপর হামলা করা হয়। এ সময় দুর্বৃত্তরা রড দিয়ে পিটিয়ে তার বাম পা ও বাম হাত ভেঙে দেয়। এ ছাড়া তার মাথা ও ডান হাতে জখম হয়েছে।

রাজীব খান সার্বক্ষণিক কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের সঙ্গে থাকেন এবং মেয়রকে মোটরসাইকেলে নিয়ে গণসংযোগ করেন। তবে এ সময় মেয়র তার সঙ্গে ছিলেন না।

চিকিৎসাধীন রাজীব খান জানান, তিনি নৌকা মার্কার গণসংযোগ করে শহরে ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। রাজীব খানের বাবা মিজানুর রহমান খান বলেন, এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।

Powered by themekiller.com