Breaking News
Home / Breaking News / সাত হাজার চিকিৎসক নিয়োগ, গ্রামে তিন বছর বাধ্যতামূলক

সাত হাজার চিকিৎসক নিয়োগ, গ্রামে তিন বছর বাধ্যতামূলক

মো. নাসিম বলেন, ‘চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে সারা দেশের প্রতি জেলায় একটি করে সরকারি মেডিকেল কলেজ তৈরি করা হবে।’
চিকিৎসাসেবায় সংকট দূরীকরণে বিশেষ বিসিএসের মাধ্যমে ৭ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে উত্তীর্ণ সকলকে দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হবে। সেখানে তিন বছর তাদের বাধ্যতামূলক চিকিৎসাসেবা দিতে হবে।

২৬ আগস্ট, রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী সভায় স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে আওয়ামী লীগ সরকার নওগাঁ, নেত্রকোণা, মাগুরা ও নীলফামারীতে চারটি মেডিকেল কলেজ তৈরি করবে। ইতোমধ্যে অবকাঠামোর উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এসব মেডিকেলে শিক্ষার্থী ভর্তি করা হবে।’

এ ছাড়া চাঁদপুরে মেডিকেল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

দেশে বর্তমানে ৩১টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী রাজধানীবাসীর জন্য ঢাকার শাহবাগে ৫০০ শয্যার নতুন একটি হাসপাতাল তৈরি করা হবে উল্লেখ করে বলেন, ‘আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় এ হাসপাতালটি তৈরি করা হবে।’

মো. নাসিম বলেন, ‘চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে সারা দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি মেডিকেল কলেজ তৈরি করা হবে। সে লক্ষ্যেই আমরা নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি করেছি। পাশাপাশি নানা বিতর্ক থাকলেও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে উন্নত সেবা প্রদান করা হচ্ছে।’

Powered by themekiller.com