Breaking News
Home / Breaking News / কথোপকথন…. তাসলিমা ইসলাম

কথোপকথন…. তাসলিমা ইসলাম

কথোপকথন….

তাসলিমা ইসলামঃ

ডাক্তার: রোগীকে বেধে নিয়ে আসছেন কেন? কী সমস্যা?

অভিভাবক: সবকিছুতেই সে ট্যাকার গন্ধ খোঁজে। যে জিনিসে টাকার গন্ধ নেই তার ধারে কাছে সে যায় না।

ডাক্তার: কীভাবে এ সমস্যা সৃষ্টি হলো?

অভিভাবক: ছেলেরে পাঠাইছিলাম ধর্ম-কর্ম শিখতে। সে শিখা আইছে ধর্মব্যবসা। অহন যে কামই করে ট্যাকা ছাড়া করে না। নামাজ পাড়ায়, ট্যাকা লই; মিলাদ পড়ায়, ট্যাকা লই; গরু কুরবানি কইরা দিয়া ট্যাকা লয়; এমনকি ট্যাকা বাদে মুর্দা দাফনও করে না।

ডাক্তার: তাহলে তো দেখা যায় ভালো সমস্যা। সে তো এলাকাবাসীর কাছ থেকে টাকা নেয়, তাহলে আপনার চেয়ে এলাকাবাশীই তো বেশি সমস্যায় আছে তাকে নিয়ে।

অভিভাবক: সমস্যা তো আরও আছে। তার মা কোনো কাজ করতে কইলে সে ট্যাকা চায়, ট্যাকা ছাড়া সে সংসারের কোনো কাজও করে না। তারে ট্যাকার ভূতে পাইছে।

ডাক্তার: এই ভূত তাড়াতে হলে তাকে ঝাটামাইসিন ক্যাপসুল খাওয়াতে হবে। তিন বেলা খাবার পর তাকে ঝাটাপেটা করলে সব ঠিক হয়ে যাবে।

[বি:দ্র: ধর্ম এসেছে মানুষের কল্যাণে। যা দিয়ে মানুষের কল্যাণ হয় না, সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজে আসে না তা আল্লাহর নিকট থেকে আসা ধর্ম হতেই পারে না। ধর্মের বিনিময় নেওয়া সকল ধর্মেই নিষিদ্ধ। ধর্মব্যবসার বিরুদ্ধে সকলের সোচ্চার হওয়া উচিত।]

Powered by themekiller.com