Breaking News
Home / Breaking News / শিশুকাল থেকে শিক্ষায় মনযোগী হতে পারলে তার জীবনের সফলতা অর্জন করা সম্ভব “””””””””””তৌহিদুল ইসলাম খোকা

শিশুকাল থেকে শিক্ষায় মনযোগী হতে পারলে তার জীবনের সফলতা অর্জন করা সম্ভব “””””””””””তৌহিদুল ইসলাম খোকা

মফিজুল ইসলাম বাবুলঃ
কচুয়া উপজেলা অাওয়ামীলীগের ত্রান-দৃর্যোগ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক তৌহিদুল ইসলাম খোকা বলেছে-শিশুকাল থেকে শিক্ষায় মনযোগী হতে পারলে তার জীবনের সফলতা অর্জন করা সম্ভব। শিশুদেরকে এ সু-শিক্ষায় গড়ে তুলতে হলে তাদের প্রয়োজন ভালো একটি স্কুল, ভালো শিক্ষক এবং বিশেষ করে অভিভাবকদের উদ্যোগ ও প্রচেষ্টা। অামার জানামতে শাপলা কিন্ডার গার্টেনে অতিতে যে, সকল শিশুরা লেখাপড়া করেছে তারা অাজ বড় বড় প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং কেউ কেউ ভালো ভালো সারকারি বে-সরকারী প্রতিষ্ঠানে চাকুরীও করছে। অাজ বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলার রহিমানগর পোনশাহী রোডে অবস্থিত শাপলা কিন্ডার গার্ডেন ২০১৮ বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষনা উপলক্ষে এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেন চৌধুরী, প্রজেক্ট কো- অর্ডিনেটর দি গুড অার্থ ও চেয়ারম্যান অানন্দ এডিয়েশন তোফায়েল অাহমেদ, শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ হুমায়ন কবির ও মোঃ ছবির হোসেন প্রমূখ। সমাবেশের বক্তব্য শেষে শিক্ষার্থীদের পরিক্ষার ফলাফলপত্র হাতে তুলে দেন অতিথিবৃন্দ।

Powered by themekiller.com