Breaking News
Home / Breaking News / চাঁদপুর সদর উপ‌জেলার তরপুরচন্ডী ইউ‌নিয়‌নে ‌দিনব্যাপী দীপু ম‌নির গণসং‌যোগ

চাঁদপুর সদর উপ‌জেলার তরপুরচন্ডী ইউ‌নিয়‌নে ‌দিনব্যাপী দীপু ম‌নির গণসং‌যোগ

অ‌ভি‌জিত রায় ।। চাঁদপুর-৩ অাস‌নে অাওয়ামী লী‌গের ম‌নোনীত প্রার্থী সা‌বেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু ম‌নি দিনব্যাপী উ‌ঠোন বৈঠক ও গণসং‌যোগ ক‌রে‌ছেন। ১৫ ডি‌সেম্বর শ‌নিবার সকাল ৮ টা থে‌কে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার তরপুরচন্ডী ইউ‌নিয়‌নের ১নং ওয়া‌র্ডে অালী দা‌খিল মাদ্রাসা সংলগ্ন, ২নং ওয়া‌র্ডের পূর্ব তরপরচন্ডী সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় মা‌ঠের ম‌হিলা সমা‌বেশ, ৩নং ওয়া‌র্ডে তাফাজ্জল কাজী বা‌ড়ির উ‌ঠোন বৈঠক, ৬নং ওযার্ড মৃধা বা‌ড়ির উ‌ঠোন বৈঠক, ৭নং ওয়ার্ডে দুদু মিয়াজীর বা‌ড়ির উ‌ঠোন বৈঠক, ৭নং ওয়া‌র্ডে জি এম ফজলুল হক বা‌ড়ির উ‌ঠোন বৈঠক, ৪নং ওয়া‌র্ডে র‌ফিক ডাক্তা‌র বা‌ড়ির উ‌ঠোন বৈঠক, ৫নং ওয়ার্ড খান বা‌ড়ির উ‌ঠোন বৈঠক, ৮নং ওয়ার্ড দুদু মেম্বার খা‌ন বা‌ড়ির উ‌ঠোন বৈঠক, ৯নং ওয়ার্ড অানন্দ বাজার এলাকায় অাব্দুল অাউযাল হাজী সরকা‌রি প্রাথ‌মিক বিদল্যালয় মা‌ঠের সমা‌বেশ,

‌তি‌নি বক্ত‌ব্যে ব‌লেন অাপনা‌দের ভো‌টের মর্যাদা রক্ষা ক‌রে বিগত দশ‌টি বছর অাপনা‌দের সেবায় নিয়ো‌জিত ছিলাম। ২০০৮ অাপনা‌দের প্রথম চাওয়া‌ছিল নদী ভাঙ্গন রোধ। অা‌মি ১৯ কিঃ‌মিঃ দীর্ঘ স্থায়ী বাঁ‌ধের ব্যাবস্থা ক‌রে‌ছি। অাজ হাইমচ চাঁদপু‌রের মানুষ নদী ভাঙ্গার ভ‌য়ে দিন কাটা‌তে হয় না।
অাপনা‌দের এলাকায় বিএন‌পির সা‌বেক এম‌পি প্র‌তি‌ষ্ঠিত স্কু‌লের ভবন শেখ হা‌সিনার অাম‌লের ব‌র্ধিত হ‌য়ে‌ছে। অামরা‌তো প্রতিহিংসা পরায়ন হ‌য়ে উন্নয়ন কাজ বন্ধ রা‌খি‌নি।
‌তি‌নি শিক্ষা প্রস‌ঙ্গে ব‌লেন, অাপনাদের সন্তানরা বছ‌রের প্রথ‌মে চার রঙ্গা নতুন বই পা‌চ্ছে। বই কেনার টাকার জন্য কাউ‌কে এখন অার চিন্তা কর‌তে হয়না। অাপনা‌দের শিশু‌দের উপবৃ‌ত্তি দেওয়া হ‌চ্ছে টাকা মা‌য়ে‌দের হা‌তে যা‌চ্ছে। প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে শিশু‌দের জন্য মিট‌ ডে মিল দেওয়া হ‌চ্ছে।
তি‌নি ভাতা প্রস‌ঙ্গে ব‌লেন, শেখ হা‌সিনা সরকার ক্ষমতায় অাসার পর থে‌কে মা‌য়ে‌দের জন্য মাতৃত্বকালীন ভাতা, বৃদ্ধ জনগ‌নের জন্য বয়স্ক ভাতা, বয়স্ক মা‌য়ে‌দের জন্য বিধবা ভাত, প্র‌তিবন্ধীতের জন্য ভাতার ব্যাবস্থা করা হ‌য়ে‌ছে।
‌তি‌নি ভোট প্রস‌ঙ্গে ব‌লেন, য‌দি অা‌মি অাপনা‌দের ভো‌টের মর্যাদা রে‌খে থা‌কি তাহ‌লে অাবার সু‌যোগ দিন সেবা করার।

বিগত দশ বছ‌রের উন্নয়ন কাজের কথা উ‌ল্লেখ ক‌রে ব‌লেন, চাঁদপুর-হাইমচর মেঘনা নদীর ভাঙ্গন ব‌নঙ্ধে প্রাং ১৯ কি‌লো‌মিটার স্থায়ী বাঁধ নির্মাণ, লাকসাম-চাঁদপুর রেললাইন সংস্কার, ৩২৪টি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের ভবন নির্মাণ, ১৫০ মেগা ওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, শতভাগ বিদ্যুতায়ন, চাঁদপুরে মে‌ডি‌কেল ক‌লেজ স্থাপন, ৫৩টি উচ্চ বিদ্যালয় মাদরাসা ও ক‌লে‌জের ভবন নির্মাণ, ২৩৭ কি‌লো‌মিটার রাস্তা পাকাকরন, ৩৮টি ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক নির্মাণ, ১৫৯টি সেতু ও কালভার্ট নির্মাণ, মেরিন একা‌ডেমী, পাস‌পোর্ট অ‌ফিস, না‌সিং ইন্স‌টি‌টিউট, ১৫০ কো‌টি টাকা ব্যা‌য়ে অাধু‌নিক নৌবন্দর(প্র‌ক্রিয়াধীন), ১১টি ইউ‌নিয়ন প‌রিষদ কম‌প্লেক্স ভবন স্থাপন, ৩০টি অাশ্রয়ন প্রক‌ল্পে ৩৭৫০ টি প‌রিবার‌কে ঘর বরাদ্ধ, ২টি অাধু‌নিক পা‌নি শোধনাগার নির্মাণ, ৫৯ হাজার কো‌টি টাকা ব্যা‌য়ে সা‌ড়ে ১০ হাজার একর জ‌মির উপর বি‌শেষ অর্থ‌নৈ‌তিক অঞ্চল (প্র‌ক্রিয়াধীন)।

জন‌নেত্রী শেখ হা‌সিনা ঘোষনা দেওয়ার ৭ মা‌সের ম‌ধ্যে ছে‌লে মে‌য়েরা ভ‌র্তিও হ‌য়ে‌ গে‌ছে। এখা‌নে শুধু পড়া‌লেখাই কর‌বে না অাপনারা ‌বিশেষজ্ঞ চি‌কিৎসক দ্বারা উন্নত চি‌কিৎসা সেবা পা‌বেন। উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় যে‌তে হ‌বে না। এখন গ্রা‌মে গ্রা‌মে সৌর বিদ্যুয়া‌নের মাধ্য‌মে রোড‌ লাইট দেওয়া হ‌য়ে‌ছে। শেখ হা‌সিনা ব‌েলে‌ছেন গ্রাম হ‌বে শহর। ত‌বে গ্রা‌মের গ্রামীন প‌রি‌বেশ ও ঐ‌তিহ্য‌কে নষ্ট ক‌রে নয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের যুগ্ম অাহবায়ক জাফর ইকবাল মুন্না, তরপুরচন্ডী অাওয়ামীলী‌গের সভাপ‌তি ইউ‌পি ইমাম হাসান রা‌সেল গাজী, সাধারন সম্পাদক অালী অারশাদ মোল্লা,জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি অাতাউর রহমান পার‌ভেস, সদর উপ‌জেলা ম‌হিলা অাওয়ামী লী‌গের সভাপ‌তি শা‌হিদা বেগম, সদর উপ‌জেলা যুবলী‌গের অাহবায়ক হুমায়ুন ক‌বির সুমন, যুগ্ম অাহবায়ক শাহানুর শাবনু,সদর উপ‌জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক না‌ছির গাজী, ইউ‌নিয়ন যুবলী‌গের ঙঅাহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম অাহবায়ক মাসুদ গাজী, সোবহান গাজী, অা‌মির হো‌সেন, ছাত্রলী‌গের অাহবায়ক জা‌কির হো‌সেন র‌নি।

Powered by themekiller.com