Breaking News
Home / Breaking News / প্র‌ত্যে‌কে এক এক জন দীপু ম‌নি হ‌য়ে নৌকার প‌ক্ষে ভোট চান হাইমচর উপ‌জেলায় ডাঃ দীপু ম‌নির উ‌ঠোন বৈঠক ও গণসং‌যোগ

প্র‌ত্যে‌কে এক এক জন দীপু ম‌নি হ‌য়ে নৌকার প‌ক্ষে ভোট চান হাইমচর উপ‌জেলায় ডাঃ দীপু ম‌নির উ‌ঠোন বৈঠক ও গণসং‌যোগ

অ‌ভি‌জিত রায় ।। ৩০ ডি‌সেম্বর নির্বাচন‌কে সাম‌নে রে‌খে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) অাস‌নে অাওয়ামী লীগ ম‌নো‌নিত প্রার্থী সা‌বেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু ম‌নি হাইমচর উপ‌জেলায় উ‌ঠোন বৈঠকসহ দিনব্যাপী গণসং‌যোগ ক‌রেন।
১৪ ডি‌সেম্বর শুক্রবার সকাল ১০টা থে‌কে শুরু ক‌রে বি‌কেল পর্যন্ত হাইমচর উপ‌জেলার দ‌ক্ষিণ অালগী ইউ‌নিয়‌নের ৪নং ওয়ার্ডের মা‌লে‌দের বা‌ড়ির উ‌ঠোন বৈঠক,
উ‌ঠোন বৈঠ‌কে ডাঃ দীপু ম‌নি বক্তব্য রা‌খেন। তি‌নি সক‌লের প্র‌তি কৃতজ্ঞতা জা‌নি‌য়ে ব‌লেন,
২০০৮ সা‌লের ২৯ ডি‌সেম্ব‌রের নির্বাচ‌নে নৌকার ঐ‌তিহা‌সিক বিজয়‌রে পর থে‌কে গত ১০ বছ‌রে জা‌তির জন‌কের সু‌যোগ্য কন্যা জন‌নেত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দে‌শে যে উন্নয়ন জ‌য়ে‌ছে তা অাপনারা সক‌লেই দে‌খে‌ছেন।‌ সে উন্নয়‌নের কথা বি‌বেচনা ক‌রে অামা‌কে পুনরায় অাপনা‌দের সেবা করার সু‌যোগ দিন।

‌তি‌নি বেগম জিয়া প্রস‌ঙ্গে ব‌লেন, বিএন‌পির লোকজন ব‌লেন এবার ১টি ভোট দি‌লে অামা‌দের মা খা‌লেদা জিয়া মুক্ত হ‌বে। তি‌নি এ‌তি‌মের টাকা অাত্মসাত ক‌রেন তাই তি‌নি অাজ কারাগা‌রে অাছেন। অামা‌দের ধ‌র্মের বি‌ধি‌নি‌ষেধ ও দে‌শের প্রচ‌লিত অাই‌নের বি‌ধি অমান্য কর‌েছেন ব‌লেই তি‌নি জেল খাট‌ছেনছ। ওনা‌কে শেখ হা‌সিনা‌ জে‌লে পাঠায় নাই অন্য সরকা‌রের অাম‌লের মামলায় ও‌নি জেল খাট‌ছেন।
‌তি‌নি ভোট প্রস‌ঙ্গে ব‌লেন, অামা‌কে অা‌রে‌টি বার সু‌যোগ দি‌লে অসাপ্ত কাজহু‌লো শেষ করার সু‌যোগ পাব। সবার ঘ‌রে ঘ‌রে যাওয়া হয়‌তো এত অল্প সম‌য়ে অামার প‌ক্ষে হ‌বে না। তাই প্র‌ত্যে‌কে এক এক জন দীপু ম‌নি হ‌য়ে নৌকার প‌ক্ষে ভোট চান।

‌বিগত দশ বছ‌রের উন্নয়ন কাজের কথা উ‌ল্লেখ ক‌রে ব‌লেন, চাঁদপুর-হাইমচর মেঘনা নদীর ভাঙ্গন ব‌নঙ্ধে প্রাং ১৯ কি‌লো‌মিটার স্থায়ী বাঁধ নির্মাণ, লাকসাম-চাঁদপুর রেললাইন সংস্কার, ৩২৪টি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের ভবন নির্মাণ, ১৫০ মেগা ওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, শতভাগ বিদ্যুতায়ন, চাঁদপুরে মে‌ডি‌কেল ক‌লেজ স্থাপন, ৫৩টি উচ্চ বিদ্যালয় মাদরাসা ও ক‌লে‌জের ভবন নির্মাণ, ২৩৭ কি‌লো‌মিটার রাস্তা পাকাকরন, ৩৮টি ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক নির্মাণ, ১৫৯টি সেতু ও কালভার্ট নির্মাণ, মেরিন একা‌ডেমী, পাস‌পোর্ট অ‌ফিস, না‌সিং ইন্স‌টি‌টিউট, ১৫০ কো‌টি টাকা ব্যা‌য়ে অাধু‌নিক নৌবন্দর(প্র‌ক্রিয়াধীন), ১১টি ইউ‌নিয়ন প‌রিষদ কম‌প্লেক্স ভবন স্থাপন, ৩০টি অাশ্রয়ন প্রক‌ল্পে ৩৭৫০ টি প‌রিবার‌কে ঘর বরাদ্ধ, ২টি অাধু‌নিক পা‌নি শোধনাগার নির্মাণ, ৫৯ হাজার কো‌টি টাকা ব্যা‌য়ে সা‌ড়ে ১০ হাজার একর জ‌মির উপর বি‌শেষ অর্থ‌নৈ‌তিক অঞ্চল (প্র‌ক্রিয়াধীন)।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন জেলা অাওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, সহ প্রচার হাসান ইমাম বাদশা, সদস্য এড‌ভো‌কেট সাইদুল ইসলাম, মু‌ক্তি‌যোদ্ধা সালাউ‌দ্দিন, জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের যুগ্ম অাহবায়ক জাফর ইকবাল মুন্না, হাইমচর উপ‌জেলা অাওয়ামীলী‌গের সভাপ‌তি মোতা‌লেব জমাদার, সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুর হ‌ো‌সেন পাটওয়ারী, থানা ছাত্রলী‌গের সাবেক সভাপ‌তি ফখরু উ‌দ্দিন, ৩নং দ‌ক্ষিণ অালগী ইউ‌নিয়‌ন অাওয়ামী লী‌গের সভাপ‌তি অাহ‌মেদ রাজা পাটওয়ারী, সাধারন সম্পাদক অালী অাহ‌মেদ দেওয়ান, যুবলী‌গের সভাপ‌তি সোহাগ অাখন্দ, সাধারন সম্পাদক সো‌হেল পাটওয়ারী, ম‌হিলা অাওয়ামী লী‌গের সভাপ‌তি মুক্তা বেগম, সাধারণ সম্পাদক ফা‌জিমা বেগম, ছাত্রলী‌গের সভাপ‌তি অা‌রিফ‌ হো‌সেন, সাধারন সম্পাদব মিরাজ পাটওয়ারী।

Powered by themekiller.com