Breaking News
Home / Breaking News / মতলব উত্তরে শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণ

মতলব উত্তরে শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণ

শ্যামল চন্দ্র দাসঃ মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক এবং জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্টিত হয়। গত ১২ ডিসেম্বর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সাংবাদিক শামসুজ্জামান ডলারের পরিচালনায় উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি শারমিন আক্তার । বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক শুভাসিষ ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অ্যাড.শহীদ উল্লাহ প্রধান, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য লুধুয়া কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান শিকদার, নিশ্চিন্তপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য শেফালী রানী, চাঁদপুর রিপোটার্স ইউনিটির প্রতিষ্টাতা সভাপতি ঢালী কামরুজ্জামান হারুন, ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধান, উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক আক্তার হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য ও নীল নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন আক্তার, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য মুনতাসির মামুন ভূইয়া শাহীন, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য শ্যামল কুমার বাড়ৈ, গোলাম হায়দার মোল্লা, নূরুল আমিন ঢালী,গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুস ছাত্তার প্রধান, মাহফুজুর রহমান,মিজানুর রহমান প্রমুখ। পরে সংগীত ও নৃত্য পরিবেশন করে চাঁদপুরের ও মতলবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিল্পীবৃন্দ।

Powered by themekiller.com