Breaking News
Home / Breaking News / সময় থাকতে আল্লাহর এবাদত করুন

সময় থাকতে আল্লাহর এবাদত করুন

এম.আর হারুনঃ
সিনেমা দেখে চোখে পানি আসে!
নাটক দেখে চোখে পানি আসে!
পছন্দের দল খেলায় হারলে চোখে পানি আসে!
কিন্তু আমরা প্রতিদিন আল্লাহর কতই না নাফরমানি করছি, কত পাপ করছি। নিজের পাপের কারণে চোখে একটুও পানি আসে না! বা একটুও মন খারাপ হয় না! এটাই জাহেলিয়াত। আমরা আবার নিজেদেরকে মুসলিম দাবী করি। আরে মুসলিম কাকে বলে – এটাই আমরা জানি না।
খেলার জন্য কাঁদার নাম মুসলিম নয়।
সিনেমা দেখে চোখে পানি আসার নাম মুসলিম নয়।
নাটক দেখে চোখে পানি আসার নাম মুসলিম নয়।
মুসলিম মানে, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা।
মুসলিম মানে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে অনুসরণ করা।
মুসলিম মানে, কুর’আন-সুন্নাহর অনুসরণ করা।
মুসলিম মানে, একমাত্র আল্লাহর ইবাদত করা।
মুসলিম মানে, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পন করা।
সময় থাকতে এসব জাহেলিয়াত বর্জন করুন। ইসলাম মেনে চলুন। মৃত্যু কি জিনিস, যে মৃত্যবরণ করেছে, সেই বুঝে। মৃত্য মানেই জীবন শেষ নয়, মৃত্যুর মাধ্যমে চিরস্থায়ী জীবন শুরু হয়। অতএব, মৃত্যু আসার আগেই দুনিয়াবী খেল-তামাশা বর্জন করে আল্লাহ ও তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে অনুসরণ করুন, যদি পরকালে মুক্তি পেতে চান।।
সেই তো প্রকৃত বুদ্ধিমান, যে পরকালের শান্তির জন্য চিন্তা-ভাবনা করে ও বেশি বেশি নেক আমল করে।।

Powered by themekiller.com