Breaking News
Home / Breaking News / বিজয় মেলার ১৩তম দিন বঙ্গবন্ধু শিশু কিশোর ও নৃত্যাঙ্গনের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজয় মেলার ১৩তম দিন বঙ্গবন্ধু শিশু কিশোর ও নৃত্যাঙ্গনের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

অ‌ভি‌জিত রায় ।। ‘এসো মিলি মুক্তির মোহনা’ এই শ্লোগান নিয়ে গৌরবের ২৭তম মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে ১৩তম দিনে বঙবন্ধু শিশু কিশোর মেলা ও ননৃত্যাঙ্গন সংগঠনের শিল্পীরা পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প‌রি‌বেশন ক‌রে‌ছে।
অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থি সা‌বেক পররষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু ম‌নি প্র‌তি‌যো‌গিতায় বিজয়ী‌দের হা‌তে সনদপত্র তু‌লে দেন।
অংশগ্রহনকারী তাবিতা, সুস্মিতা, রাজ নন্দিনি, অন্বেষা দে, প্রখর পিযুষ, মিতু দাস, অনুভব সাহা, রিয়া চক্রবর্তী, শম্পা, দীপা রায়, তনুশ্রী পাল, সাদিয়া ইসলাম সহ সংগঠনের শিল্পীবৃন্দ।

বঙ্গবুন্ধু ১৭ মার্চ জন্মদিবস উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার পর জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক পর্যায়ে স্বর্ন, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়ে চাঁদপুরের সুনাম অক্ষুন্ন করেন সেই শিল্পীরা হলেন রবীন্দ্র সংগীতে “ঘ” বিভাগে রিয়া চক্রবর্তী, “ক” বিভাগে দিপা রায় চৈতী,”খ” বিভাগে অনুভব সাহা, “খ” বিভাগে ব্রোঞ্জ পদক পায় রাজ নন্দিনী সরকার।
এসময় সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দিপু মনি মেলার মঞ্চে পদক প্রাপ্তদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন মেলার চেয়ারম্যান মহসিন পাঠান, মহাসচিব হারুন আল রশিদ, সাংস্কৃতিক পরিষদের আহবায়ক তপন সরকার, মাঠ ও মঞ্চের আহবায়ক ইয়াহিয়া কিরন, বঙ্গবুন্ধু শিশু কিশোর মেলার সভাপতি এডভোকেট বদিউজ্জামান, সাধারন সম্পাদক এডভোকেট আমির উদ্দিন মন্টু, সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, সাংগঠ‌নিক সম্পাদক এডভোকেট বদরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন সূত্রধর।

Powered by themekiller.com