Breaking News
Home / Breaking News / ৩০ ডি‌সেম্বর সারা‌দিন নৌকা মার্কায় ভোট দিন—— ডাঃ দীপু ম‌নি

৩০ ডি‌সেম্বর সারা‌দিন নৌকা মার্কায় ভোট দিন—— ডাঃ দীপু ম‌নি

অ‌ভি‌জিত র‌ায় ।। ৩০ ডি‌সেম্বর একাদশ জাতীয় নির্বাচন‌কে সাম‌নে র‌ে‌খে নৌকা মার্কার সমর্থ‌নে সদর উপ‌জেলার চান্দ্রা ইউ‌নিয়‌নে ১২ ডি‌সেম্বর দ‌ক্ষিণ বা‌লিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় মা‌ঠের সমা‌বে‌শে
প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন সা‌বেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু ম‌নি এম‌পি। তি‌নি বক্ত‌ব্যে ব‌লেন,
সরকা‌রের উন্নয়ন প্রক‌ল্পের কথা উ‌ল্ল্যেখ ক‌রে ব‌লেন, অা‌গে চ‌ল্লিশ পয়তা‌ল্লিশ ভাগ বিদ্যুৎ ছিল না এখন সং‌যোগ শতভাগ বিদ্যুৎ র‌য়ে‌ছে। ১৫৯টি সেতু কালভাট তৈরী করা‌ হ‌য়ে‌ছে। না‌সিং ই‌নি‌স্টিউট,‌কোস্টগার্ড স্টেশন, পাস‌পোর্ট অ‌ফিস, মে‌ডিক্যাল ক‌লেজ, ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক, ৩০০ অাশ্রয়ন প্রক‌ল্পে ৩৭৫০ প‌রিবার‌কে ঘর‌ দেওয়া হ‌য়ে‌ছে।
নদী ভাঙ্গা‌ রো‌ধে ৩৫বছ‌রে অ‌নেক এমপি মন্ত্রী ক্ষমতায় এসে‌ছে কিন্ত কেউ নদী ভাঙ্গন ‌রোধ ক‌রে‌নি। অা‌মি ইামচর‌কে নদী থে‌কে রক্ষায় ১৯ কি‌লো‌মিটা‌রের স্থায়ী বাধ দেওয়ার ব্যবস্থা ক‌রে‌ছি। ৩০০ কো‌টি টাকা ব্যা‌য়ে ১১৫ বছ‌রের পু‌রো‌নো লাকসাম চাঁদপুর রেলপথ‌কে নতুন ক‌রে তৈরী করা হ‌য়ে‌ছে। অামার নির্বাচনী এলাকায় ৩২৪ টি স্কুল, ৫৩টি ক‌লেজ, ২২৭ কি‌লো‌মিটার নতুর রাস্তা নির্মান করা হ‌য়ে‌ছে। ৩৮টি নতুন ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক করা হ‌য়ে‌ছে।
‌তি‌নি নির্বাচন প্রস‌ঙ্গে ব‌লেন, ৩০ ডি‌সেম্বর সারা‌দিন নৌকা মার্কায় ভোট দিন। অাপনা‌দের এম‌পির কি কোন বদনাম অা‌ছে। য‌দি না থা‌কে তাহ‌লে অাবার নৌকায় ভোট দি‌য়ে এলাকার উন্নয়‌নের ধারা অব্যাহত রাখ‌ুন। অামার নির্বাচনী এলাকার ৪লক্ষ ৩০ হাজার ভোটা‌রের কা‌ছে ১৮ দি‌নে পে‌ৗছা‌নো সম্ভন নয়। তাই অাপনারা অাজ যারা উপ‌স্থিত হ‌য়ে‌ছেন তারা নৌকার কথা ব‌লে অামার কথা বল‌বেন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন সদর উপ‌জেলা অাওয়ামীলী‌গের সভাপ‌তি নুরুল ইসলাম না‌জিম দেওয়ান, জেলা যুবলী‌গের যুগ্ম অাহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছা সেবকলী‌গের যুগ্ম অাহবায়ক জাফর ইকবাল মুন্না, জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি অাতাউর রহমান পার‌ভেজ, সদর উপ‌জেলা ম‌হিলা অাওয়ামীলী‌গের সা‌হিদা অাক্তার, সদর উপ‌জেলা যুবলী‌গের যুগ্ম অাহবায় শিমুল হাসান শাবনু, সদর থানা ছাত্র লী‌গের সভাপ‌তি এ‌বি এম;‌রে‌জোয়ান, সাধ‌রন সম্পাদক না‌ছির গাজী।

ইউনিয়ন অাওয়ামীলী‌গের সভাপ‌তি গাজী‌ সাইদুর রহমান, সাধারন সম্পাদক ইউ‌পি চেয়ারম্যান খান জাহান অালী কালু, যুবলী‌গের অাহবায়ক অালমগীর শেখ, যুগ্ম অাহবায়ক সালাউ‌দ্দিন বাবু, ফা‌হিমুল ইসলাম শশী, ‌বি‌শিষ্ট সমাজ সেবক অাওয়ামীলীগ তো জ‌সিম উ‌দ্তিন বেপারী, ম‌হিলা অাওয়ামীলী‌গের সভাপ‌তি রো‌জিনা বেগম, ছাত্রলীগ সভাপ‌তি ইব্রা‌হিম হো‌সেন, সাধারন সম্পাদক মাকসুদ উল্লা বেপারী, সি‌নিয়র সহ সভাপ‌তি রাজু পাটওয়ারীসহ অাওয়ামী লী‌গ, যুবলীগ, ‌স্বেচ্ছা‌সেবকলীগ ছাত্রলীগ, কৃষকলীগ, ম‌হিলা অাওয়ামীলী‌হের নেতাকর্মবৃন্দ।

Powered by themekiller.com