Breaking News
Home / Breaking News / নির্বাচনী প্রচারনায় যে সব করনীয়

নির্বাচনী প্রচারনায় যে সব করনীয়

ঢাকা অফিসঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু দিকনির্দেশনা দেয়া হয়েছে। কোনো প্রার্থী এ নির্দেশনার বাইরে গিয়ে কোনো কাজ করলে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

এ ক্ষেত্রে বলা হয়েছে-নির্বাচনী প্রচারণায় কোনো রঙিন পোস্টার ব্যবহার করা যাবে না। পোস্টারে প্রার্থী ছাড়া দলীয় প্রধানের ফটো ব্যবহার করা যাবে। এ ছাড়া এসব পোস্টার কোনো দেয়ালে না লাগিয়ে দড়িতে ঝুলিয়ে প্রচার করতে হবে।

৪০০ বর্গফুট এলাকার বেশি বড় কোনো প্যান্ডেল করে প্রচার চালানো যাবে না। তবে কাপড়ের তৈরি ব্যানার করে প্রচার চালানো গেলেও ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা যাবে না। জনসাধারণের চলাচলের অসুবিধা হয়, এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

এ ছাড়া দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচার চালানো যাবে। একই নির্বাচনী এলাকায় কোনো অবস্থাতেই তিনটির বেশি লাউড স্পিকার নয়। নির্বাচনী এলাকায় প্রতি ইউনিয়ন আর পৌর এলাকার ওয়ার্ডপ্রতি নির্বাচনী ক্যাম্প করতে হবে একটি।

মোটরসাইকেলসহ যে কোনো মোটরগাড়িতে করে মিছিল, মশাল মিছিল বা শোভাযাত্রা করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রচারণায় বিদ্যুৎ ব্যবহার করে কোনো আলোকসজ্জা করা যাবে না। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসেবে জীবন্ত কোনো প্রাণী ব্যবহার করা যাবে না।

পোস্টারের সাইজ দৈর্ঘ্যে ৬০ সেন্টিমিটার ও প্রস্থে ৪৫ সেন্টিমিটার এবং ব্যানার কোনোভাবেই তিন মিটারের বেশি হবে না। প্রচারের অংশ হিসেবে যে কোনো প্রকার দেয়াল লিখন, পোস্টার সাঁটানো দণ্ডনীয় অপরাধ।

প্রচারে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অন্য কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি সম্মানহানিকর কিছু করতে পারবে না। এ ছাড়া কোনো উসকানিমূলক ব্যক্তব্যও দেয়া যাবে না।

প্রচারণায় সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের সব সুবিধা ত্যাগ করে প্রচারকাজে অংশ নিতে হবে। কোনো ডাকবাংলো ব্যবহার, সরকারি গাড়ি ব্যবহারসহ প্রটোকলও ব্যবহার করা যাবে না।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ আইনে অনুমতি থাকায় নিরাপত্তার কারণে প্রটোকল পাবেন।

সংসদ সদস্য থেকে শুরু করে সিটি কর্পোরেশনের মেয়ররাও সুবিধাভোগের বাইরে থাকবেন। তবে সরকারি কাজে তারা সরকারি সুবিধা পারেন। কিন্তু সরকারি কাজে গিয়ে নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।

এ ছাড়া দলীয় প্রধান ছাড়া অন্য কেউ হেলিকপ্টারও ব্যবহার করতে পারবেন না।

Powered by themekiller.com