Breaking News
Home / Breaking News / চাঁদপ‌ুর মুক্ত‌ দিব‌সে মুক্তিযু‌দ্ধের বিজয় মেলার অানুষ্ঠা‌নিক উ‌দ্ধোধন

চাঁদপ‌ুর মুক্ত‌ দিব‌সে মুক্তিযু‌দ্ধের বিজয় মেলার অানুষ্ঠা‌নিক উ‌দ্ধোধন


অ‌ভি‌জিত রায় ।। ডাঃ দীপু ম‌নি এম‌পি ব‌লে‌ছেন, অা‌মি বিজয় মেলা ম‌ঞ্চে এ‌লে রাজনী‌তিকরন হ‌বে। অামা‌দের মু‌ক্তিযুদ্ধ, স্বাধীনতা, বিজয় তা‌কি রাজ‌নৈ‌তিক বিষয় নয়। অামা‌দের স্বপ্ন অাশা অাখাঙ্কা কি রাজনী‌তির বাই‌রে। এক‌টি মহল তারা দেশ‌কে রাজনী‌তি বিব‌র্জিত কর‌তে চা‌চ্ছে। একাত্ত‌রের রনাঙ্গ‌নের মতই তা‌দের‌কে রু‌খে দাড়া‌বে।
চাঁদপুর মুক্ত দিব‌সে মু‌ক্তিযু‌দ্ধের বিজয় মেলার অানুষ্ঠা‌নিক উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি উক্ত কথা ব‌লেন।
‌শ‌নিবার ‌বি‌কে‌লে অনুষ্ঠা‌নে উ‌দ্বোধ‌ক হি‌সে‌বে বক্তব্য রা‌খেন বিজয় মেলার স্টিয়া‌রিং ক‌মি‌টির সভাপ‌তি যুদ্ধাহত মু‌ক্তি‌যোদ্ধা এম এ ওয়াদু‌দ।

জেলা অাওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক অাবু নঈম পাটওয়ারী দুলা‌লের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) শওকত ওচমান, ‌জেলা অাওয়ামীলীগ সভাপ‌তি ও পৌর মেয়র না‌ছির উ‌দ্দিন অাহ‌মেদ, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মিজানুর রহমান (পু‌লিশ সুপার হি‌সেবে প‌দোন্ন‌তি প্রাপ্ত)।
বিজয় মেলা স্টিয়া‌রিং ক‌মি‌টির সাধারণ সম্পাদক এড‌ভো‌কেট ব‌দিউজ্জামান কির‌ন ও মহাস‌চিব হারন অাল রশী‌দের প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মু‌ক্তি‌যোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নহার চৌধুরী, জেলা অাওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্ল হো‌সেন এসডু পাটওয়ারী, বিজয় মেলার চেয়াম্যান মু‌ক্তি‌যোদ্ধা মহ‌সিন পাঠান,চাঁদপুর প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মির্জা জা‌কির, সা‌বেক সভাপ‌তি গোলাম কিব‌রিয়া জীবন, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি এ‌ভো‌কেট জা‌হিদুল ইসলাম রোমান।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন মাঠ ও মঞ্চ প‌রিষ‌দের অাহবায়ক ইয়া‌হিয়া কিরন, সতস্য স‌চিব জাফর ইকবাল মুন্না, যুগ্ম অাহবায়ক মা‌নিক দাস, এড‌ভো‌কেট অা‌মির উ‌দ্দিন মন্টু,
স‌াংস্কৃ‌তিক প‌রিষ‌দের অাহবায়ক তপন সরকার, সদস্য স‌চিব মৃনাল সরকার, স্মৃ‌তি সংরক্ষন ৭১ প‌রিষ‌দের অাহবায়ক ম‌নির জো‌সেন মান্না, সদস্য স‌চিব অ‌ভি‌জিত রায়, প্রকাশনা ও সা‌হিত্য প‌রিষ‌দের অাহবায়ক ডাঃ পিযূষ কা‌ন্তি রায় চৌধুরী, সদস্য স‌চিব রাজন চন্দ্র,
অনুষ্ঠা‌নের শুরু‌তে প‌বিত্র কোরঅান তেলাওয়াত ক‌রেন মু‌ক্তি‌যোদ্ধা সানাউল্লা , গীতা থে‌কে পাঠ ক‌রেন অযাচক অাশ্র‌মের অধ্যক্ষ সুখরঞ্জন ব্রহ্মচারী, ‌ত্রি‌পিঠক থে‌কে পাঠ ক‌রেন ডাঃ‌ বড়ুয়া পিযূষ কা‌ন্তি।

Powered by themekiller.com