Breaking News
Home / Breaking News / চাঁদপুরের আ’লীগের চূড়ান্ত ৫ প্রার্থী ঃ বিএনপি’র চুড়ান্ত ৪ প্রার্থী ঘোষনা

চাঁদপুরের আ’লীগের চূড়ান্ত ৫ প্রার্থী ঃ বিএনপি’র চুড়ান্ত ৪ প্রার্থী ঘোষনা

এইচ এম ফারুক :

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে মধ্যে ৫ প্রার্থীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএন পি’র ৫ আসনের মধ্যে ৪ টি আসনের প্রার্থী চুড়ান্ত ঘোষনা করেছে বিএনপি’র মহাসচিব।
৭ ডিসেম্বর ঢাকা রাজধানিতে দু’ দলের দলীয় কার্যালয় পৃথক ভাবে চূড়ান্তভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে ।

এতে চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনে ড. মহিউদ্দীন খান আলমগীর (আওয়ামী লীগ থেকে-নৌকা),
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) সংসদীয় আসনে নুরুল আমিন রুহুল (আওয়ামী লীগ থেকে-নৌকা),

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) ডা. দীপু মনি (আওয়ামী লীগ থেকে-নৌকা), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনে মুহম্মদ শফিকুর রহমান (আওয়ামী লীগ থেকে-নৌকা),
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম (আওয়ামী লীগ থেকে-নৌকা)। চূড়ান্ত মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক পেয়েছেন । প্রত্যেককে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়েছে ।
চূড়ান্ত প্রর্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুরের এ পাঁচ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এদিকে চাঁদপুরের ৫ টি আসনের মধ্যে
৪ টি আসনে ঐক্যফ্রন্ট তথা বিএনপির মনোনীত প্রার্থীতার তালিকা ঘোষণা করা হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা রাজধানীর দলীয় কার্যালয় থেকে এ প্রার্থীদের
প্রকাশিত তালিকা অনুয়ায়ী চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনে মোশারফ হোসেন (বিএনপি ধানের শীষ), চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) সংসদীয় আসনে ড. জালাল উদ্দিন (বিএনপি ধানের শীষ), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনে এম এ হান্নান (বিএনপি প্রার্থী মার্কা ধানের শীষ), চাঁদপুর-৫ (হাজীগঞ্জ শাহরাস্তি) সংসদীয় আসনে ইঞ্জিনিয়র মমিনুল হক ( বিএনপি ধানের শীষ) নাম ঘোষণা করেন।দলের আসন অনুযায়ী স্ব স্ব চূড়ান্ত মনোনীত প্রার্থীদেরকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়েছে ।
চাঁদপুর – ৩ আসনের বিএনপি’র কোন প্রার্থীর নাম ঘোষনা করা হয়নী। তবে শেষ পর্যন্ত কাকে দলীয় মনোনীত করা হবে সে পর্যন্ত অফেক্ষা করতে হবে।

Powered by themekiller.com