Breaking News
Home / Breaking News / চাঁদপুর জেলা প্রশাসকের সাথে দুর্নীতি দমন কমিশনের আলোচনা সভা

চাঁদপুর জেলা প্রশাসকের সাথে দুর্নীতি দমন কমিশনের আলোচনা সভা

বিশেষ প্রতিনিদি ঃ চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের সাথে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা অঞ্চল ও চাঁদপুর জেলা এবং চাঁদপুরের সকল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ ডিসেম্বার বুধবার দুপরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেম।

দুদক ও দুদকের সহযোগী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটির এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, দুর্নীতি দমন কমিশন কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক আখতারুজ্জামান, সহকারী পরিদর্শক মোফাজ্জল হায়দার, চাঁদপুর জেলা কমিটির সাধারন সম্পাদক ইসমাইল হোসেন প্রধানিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ফরিদগঞ্জ উপজেলার সভাপতি হিতেষ চন্দ্র শর্মা, শাহরাস্থি উপজেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ খোরশেদ আলম চৌধুরী, মতলব দক্ষিন উপজেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মুক্তার হোসেন, মতলব উত্তর উপজেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, চাঁদপুর জেলা কমিটির সদস্য যথাক্রমে খায়রুল আহসান সুফিয়ান, মাওলানা মুফতি কেফায়েত উল্যাহ, হাজীগঞ্জ উপজেলা কমিটির সদস্য আবুল কাসেম মজুমদার, হাইমচর উপজেলা কমিটির সদস্য মোখলেছুর রহমান, সাংবাদিক নূরে আলম নূরী প্রমূখ।

চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান বলেন, দুর্নীতি প্রতিরোধে মানুষকে সচেতন করতে আপনারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন যা সত্যিই খুব প্রশংসনীয়। এভাবে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি অবশ্যই সহনীয় পর্যায়ে আসবে এটা আমার বিশ্বাস।

Powered by themekiller.com