Breaking News
Home / অর্থনীতি / এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের নিবন্ধনের আহ্বান ডিআরইউ’র

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের নিবন্ধনের আহ্বান ডিআরইউ’র

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের মধ্যে যাদের সন্তান ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংগঠনটির পক্ষ থেকে আন্তরিক অভিন্দন জানানো হয়েছে।
এসব কৃতি সন্তানদের উৎসাহিত করতে ডিআরইউ প্রতি বছরের মতো এবারও তাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তাদের মধ্যে বৃত্তিও প্রদান করা হবে।
সংগঠনের সহসভাপতি, কৃতি সন্তানদের সংবর্ধনা উপ-কমিটি’র আহ্বায়ক রফিকুল ইসলাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক, কৃতি সন্তানদের সংবর্ধনা উপ-কমিটি’র সদস্য সচিব রিয়াজ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এইচএসসি পরীক্ষায় নুন্যতম জিপিএ-৪.০০ প্রাপ্তদের ট্রান্সক্রিপ্ট অথবা সার্টিফিকেটের ফটোকপি আগামি ১৭ আগস্টের মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের তারিখসহ বিস্তারিত সূচি পরবর্তীতে জানানো হবে।
পাশাপাশি যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সন্তানদের নাম এখনো নিবন্ধন করাতে পারেননি তাদেরকে একই সময়ের মধ্যে নাম নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। ডিআরইউ এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে।
error: Content is protected !!

Powered by themekiller.com