Breaking News
Home / Breaking News / প্রায় দের যু‌গের সন্ত্রাস বি‌রোধী যু‌দ্ধে অা‌মে‌রিকার অর্জন কি?

প্রায় দের যু‌গের সন্ত্রাস বি‌রোধী যু‌দ্ধে অা‌মে‌রিকার অর্জন কি?

অ‌ভি‌জিত রায় ।। ২০০১সা‌লে অা‌মে‌রিকায় বিশ্ব বা‌ণিজ্য কেন্দ্র টুইন টাওয়া‌রে সন্ত্রাসী হামলার পর হ‌তে সন্ত্রাস বি‌রোধী যু‌দ্ধে দেশ‌টি ৬ ট্রি‌লিয়ন মা‌র্কিন ডলার খরচ করেছে। অাম‌ে‌রিকার সন্ত্রাস বিরোধী নামক যু‌দ্ধে সারা বি‌শ্বের ৫ লক্ষাধীক নিরীহ মানু‌ষের জীবনের অবসান হ‌য়ে‌ছে। লক্ষ লক্ষ মানুষ হ‌য়ে‌ছে গুরুতর অাহত। এ‌তে শরনার্থী হ‌য়ে‌ছে বি‌শ্বের ২ কো‌টির অ‌ধিক সাধারণ মানুষ।

অামেরিকা সন্ত্রাস বি‌রোধী যু‌দ্ধের না‌মে বি‌শ্বের ৭৬ টি রা‌ষ্ট্রে কোন না কোন ভা‌বে যু‌দ্ধে জ‌ড়ি‌য়ে র‌য়ে‌ছে। সন্ত্রাস বি‌রোধী যু‌দ্ধে সবচাই‌তে বেশী ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে ইরাক, সি‌রিয়া ও অাবগা‌নিস্থান। ২০০৩ সা‌লে ইরাক অাক্রম‌নের পর থে‌কে মধ্য প্রা‌চ্যে অ‌স্থিরতা চরম অাকার ধারন ক‌রে। ইরাকী প্রে‌সি‌ডেন্ট সাদ্দাম হো‌সেনের পত‌নের পর থে‌কে তার অনুসারীরা অাইএস এর সৃ‌র্ষ্টি ক‌রে। তা প‌রে বিস্তার লাভ ক‌রে সি‌রিয়াসহ অাফগা‌নিস্থান পর্যন্ত।

উ‌ল্লেখ্য ২০০১ টুইন টাওয়া‌রে হামলা‌কে কেন্দ্র ক‌রে অাফগা‌নিস্থা‌নে অা‌মে‌রিকার যুদ্ধ এখ‌নো চ‌লমান। প্রথ‌মে লক্ষা‌ধিক সৈন্য মোতা‌য়েত থাক‌লেও বর্তমা‌নে ক‌য়েক হাজার সৈন্য মোতা‌য়েন র‌য়ে‌ছে। তারা যুদ্ধ ক্ষে‌ত্রে অাফগান সেনা‌দের প্র‌শিক্ষন দি‌য়ে থা‌কে। বি‌শ্লেষক‌দের বক্তব্য দেড় যুগ পার কর‌লেও অা‌মে‌রিকা অাফগান যু‌দ্ধে এখ‌নো সফলতার মুখ দে‌খেনি। তালহলে প্রশ্ন কেন এত যু‌দ্ধের ডাম‌াডোল, অ‌স্ত্রের ঝনঝনা‌নি। শুধু কি নিরীহ মানু‌ষের প্রাণ নেয়া অার নতুন নতুন অ‌স্ত্রের মহরা দি‌য়ে অস্ত্র ব্যাবসা‌কে অা‌রো চাঙ্গা করা।

Powered by themekiller.com