Breaking News
Home / Breaking News / ঢাকা ৭ আসনের বিএনপি প্রার্থী আটক

ঢাকা ৭ আসনের বিএনপি প্রার্থী আটক

ঢাকা রির্পোটঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন রাজিয়া আলিম। জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার বংশালের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে রাজিয়া আলিমের মেয়ে অ্যাডভোকেট রাশিদা আলিম ঐশী গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বাসা থেকে আমার মাকে আটক করে নিয়ে যায়। বর্তমানে তাকে বংশাল থানায় রাখা হয়েছে। গত জানুয়ারি মাসে একটি ভাঙচুরের মামলায় পুলিশ রাজিয়া আলিমকে গ্রেপ্তার দেখিয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন রাজিয়া আলিম।

ওই আসন থেকে প্রয়াত সাবেক সাংসদ নাছির উদ্দিন আহম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা ও পিন্টুর ভাই নাসিম উদ্দিন আহম্মেদ রিন্টু মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

Powered by themekiller.com