Breaking News
Home / Breaking News / প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বেতন ৮০-৮৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত

প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বেতন ৮০-৮৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি :

নবম সংবাদপত্র মজুরি বোর্ড-২০১৮’ এর সুপারিশের জন্য পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে মন্ত্রিসভা। এতে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বেতন ৮০-৮৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত হয়। পরে বিকাল ৫টার দিকে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী। এছাড়া শিল্পমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী ও শ্রমমন্ত্রী কমিটির সদস্য হিসেবে থাকবেন। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে তথ্য মন্ত্রণালয়।’ তিনি বলেন, ‘মন্ত্রিসভা কমিটির কাজ হবে আগেই দেওয়া ওয়েজ বোর্ডের যে সুপারিশ রয়েছে তা পর্যালোচনা করা এবং নতুন সুপারিশমালা প্রণয়ন করা।’

নবম মজুরি বোর্ডের সুপারিশে কী থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শফিউল আলম বলেন, ‘আগে ওয়েজ বোর্ডের সুপারিশে ৬টি গ্রেড করা আছে। নতুন সুপারিশে ওই ছয়টি গ্রেডের প্রথম তিনটি গ্রেডে বেতন বাড়বে ৮০ শতাংশ এবং শেষের তিন গ্রেডে ৮৫ শতাংশ। বাড়ি ভাড়া ৬০ থেকে ৭০ শতাংশ এবং বৈশাখী ভাতা ২০ শতাংশ করার প্রস্তাব করা আছে।’

ইলেকট্রোনিক মিডিয়ার জন্য কোনও প্রস্তাব আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইলেকট্রোনিক্স মিডিয়ার জন্য ওয়েজ বোর্ডের সঙ্গে সমন্বয় রেখে আলাদা বেতন স্কেল প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।’

উল্লেখ্য, আজকের বৈঠকটি বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক। এটি এই সরকারের ২০২ তম ও এ বছরের ৩৫তম বৈঠক।

Powered by themekiller.com