Breaking News
Home / Breaking News / বঙ্গবীর কন্যা কুড়ি সিদ্দীকি ঐক্যফ্রন্টের প্রার্থী

বঙ্গবীর কন্যা কুড়ি সিদ্দীকি ঐক্যফ্রন্টের প্রার্থী

ঢাকা প্রতিনিধিঃ
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তমের মনোনয়ন বাতিল হওয়ায় তিনি এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে তার কন্যা ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকীর নাম ঘোষণা করেছেন।
রোববার রাতে কাদের সিদ্দিকী তার সখীপুরের বাসায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এ সময় কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবীব, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার শামীমসহ কৃষক শ্রমিক জনতা লীগের বাসাইল সখীপুরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মী-সমর্থকরা করতালি দিয়ে কুঁড়ি সিদ্দিকীর প্রতি সমর্থন জানান।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের চোখে আমি যেমন শত্রু ছিলাম, বর্তমান সরকারের চোখেও আমি তাদের বড় শত্রু। তাই এ সরকার আমাকে নির্বাচন করতে দেবে না।

Powered by themekiller.com