Breaking News
Home / Breaking News / রাষ্ট্রের স্বৈরাচার নিপাত যাক গনতন্ত্র মুক্তিপাক

রাষ্ট্রের স্বৈরাচার নিপাত যাক গনতন্ত্র মুক্তিপাক

বিশেষ প্রতিনিধি :

আজ সেই ভয়াল ৩ ডিসেম্বর। ১৯৯০ এর গনআন্দোলন তথা স্বৈরাচার নিপাত আন্দোলনের পুলিশের গুলিতে শহীদ হয়েছিলো জিয়াউর রহমান রাজু।আজ থেকে ২৮ বছর আগে মিছিলে যাওয়া অনুজ রাজুর একজন আমিও! চাঁদপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রাজু ছাত্রলীগের চাঁদপুর সরকারি কলেজ শাখার অন্যতম নেতা।সেসময়ে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের বিশাল মিছিলের অকুতভয় সৈনিক রাজু আমাদের সংগ্রামে এনেছিলো প্রাণ। তার রক্তমাখা শার্ট, মা বাবা আর হাজারো সতীর্থের অশ্রুজল এনেছিলো সংগ্রামের প্রাণ। শহীদ রাজু ঘুমিয়ে আছে কলেজ চত্ত্বরে।আমরা তার বিচার পাইনি।তবে তাকে বুকে লালন এবং অম্লান করে রাখতে চাঁদপুর পৌরসভা চিত্রলেখা মোড়ে নির্মান করেছে শহীদ রাজু ভাস্কর্য।আজ সকাল ৯ টায় ফিতা কেটে এর উদ্বোধন করবেন মেয়র নাছির উদ্দীন আহমেদ।সকাল ১১ টায় শ্রদ্ধান্জলি নিবেদন করবেন সেই মিছিলে থাকা সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ এর সেইসব নেতারা।এছাড়া প্রতিবারের ন্যায় শহীদ জিয়াউর রহমান রাজু পরিষদ শ্রদ্ধন্জলি নিবেদন করবেন।! রাজু আমরা তোমায় স্মরি!
লেখকঃ ইকবাল হোসেন পাটোয়ারী, সভাপতি চাঁদপুর প্রেস ক্লাব।

Powered by themekiller.com