Breaking News
Home / Breaking News / চাঁদপুর প্রেসক্লাবের সভাপতির যুগোপযুগি মন্তব্য

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতির যুগোপযুগি মন্তব্য

বিশেষ প্রতিনিধি :
আমি খুব হতাশ হই যখন কোন সহজ বিষয় এখনো প্রশাসনে জটিল! আর ঐ জটিলতা সন্দেহের বীজ বপন করা স্বাভাবিক। চলতি নির্বাচনে চাঁদপুরেও চোখে পড়ছে এমনটি।এসব অভিযোগ অনেকের।মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা সংসদীয় রীতিকে শ্রদ্ধা করছেন,সংবিধানকে সমুন্নত রেখে সবদলকে সঙ্গে নিয়ে এবার নির্বাচনের মাঠে নেমেছেন।নির্বাচন কমিশনও স্বাধীন বলে দাবী করছে এবং তার প্রতিফলনও আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি।আর এই উৎসব উৎসব জায়গাটিকে অতিমাত্রায় খবরদারিতে রাখতে গেলে বা দেখাতে গেলে সন্দেহ বাড়ে।!অতএব একজন সংবাদকর্মি হিসাবে, একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে এবং ভোটার হিসাবে বলবো বিশ্বাসের জায়গাটা পরিচ্ছন্ন রাখুন।মানুষ একটা প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে।বিশেষ করে আমরা যারা গাও গেরাম ঘুরি তারা সেরকমটাই দেখি!

Powered by themekiller.com