Breaking News
Home / Breaking News / চাঁদপুরে বিশ্ব এইডস দিবসে র‍্যালি ও অালোচনা

চাঁদপুরে বিশ্ব এইডস দিবসে র‍্যালি ও অালোচনা

এম. রহমানঃ বিশ্ব এইডস দিবস – ২০১৮ উদযাপনে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের অালোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় “এইচ অাইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন”( “Know your status”)।

দিবসের অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ জামাল হোসেন।তিনি বলেন,ধর্মীয় অনুশাসন দিয়েই এইডস থেকে দূরে থাকা সম্ভব নয়।এই নিরব ঘাতক অনেক সময় স্থানভেদেও রোগের
ঝুঁকি তৈরি করে।গড়ে প্রতি ৪ জনের এইচ অাইভি অাক্রান্ত রুগীর মধ্যে ১ জন এইডস ঝুঁকিতে থাকতে পারে।তবে এইচ অাইভি মানে এইডস নয়।সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুজ্জামানের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ গোলাম কাউছারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার(চাঁদপুর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।এ সময় স্বাগত বক্তব্য রাখেন,নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান পি এম বিল্লাল,বিএমএ সভাপতি ডা. সৈয়দ নুুুরুল হুদা,জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ইউসুফ,অাত্ন নিবেদিতা মহিলা সংস্থার চেয়ারম্যান ডা. মোঃ মোস্তাফিজুর রহমান,প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ সফিকুল ইসলাম।অালোচনা সভায় পবিত্র কোরঅান থেকে তেলোয়াত করেন সিভিল সার্জন অডিও ভিজুয়্যাল অপারেটর মোঃ অাহসান হাবিব।দিবস উপলক্ষ্যে সকালে অতিথিবৃন্দ ও বিভিন্ন সুধীজনের অংশ গ্রহনে বর্ণাঢ্য র‍্যালী বের হয়।

Powered by themekiller.com