Breaking News
Home / Breaking News / ছাত্রলীগের নেতৃত্বে আসার বয়স বাড়লো।

ছাত্রলীগের নেতৃত্বে আসার বয়স বাড়লো।

ছাত্রলীগের নেতৃত্বে আসা নেতাকর্মীদের বয়স বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে তিনি তাদের বয়স ২৭ থেকে ২৯ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আগে ছাত্রলীগ নেতাকর্মীদের নেতৃত্বে আসার একটি বয়স ঠিক করে দিয়েছিলাম। সেটি ছিল ২৭। কিন্তু দুই বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও সম্মেলন হচ্ছে ৪ বছর পর। তাই তাদের বয়সের ক্ষেত্রেও মনে হয় একটা ‘গ্রেস’ পিরিয়ড দেয়া দরকার।’

এসময় হাস্যোজ্জল প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাকর্মীদের নেতৃত্বের বয়স ২৯ বলে ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান ছাত্রলীগ নেতাকর্মীরা।

উল্লেখ্য, বয়স জটিলতার কারণে অনেক যোগ্য নেতাই এবার ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারছিলেন না।
অনেকে বয়স কমানোর জন্য ভুল তথ্য দেন মনোনয়ন পত্রে। এই অভিযোগে বেশ কয়েকজনের মনোনয়নও বাতিল হয়েছে।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার ফলে ২৭ বছরের উপরে যেসব নেতাকর্মী বয়সের কারণে নেতৃত্বের প্রতিযোগিতায় পিছিয়ে ছিলেন তাদের মধ্যে স্বস্তি ফিরে এলো।

error: Content is protected !!

Powered by themekiller.com