Breaking News
Home / Breaking News / হাসপাতালের প্রবেশ পথ খেলার মাঠে পরিনত

হাসপাতালের প্রবেশ পথ খেলার মাঠে পরিনত

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের ২৫০ শয্যা হাসপাতালটি এখন রাত হলেই খেলার মাঠ পরিনত হয়। যেখানে দিবানীশি বিভিন্ন ধরনের রোগীর আনাগোনা সেখানে চলছে ব্যাডমিন্টন খেলা। যদিও এটি খেলার মাঠ নয় তদুপরি ব্যাডমিন্টন খেলার উপযোগি করে রাতে খেলছে ব্যাডমিন্টন। কিন্তু এ হাসপাতালের পাশেই রয়েছে বিশাল একটি পৌর পার্ক। খেলার উপযোগি মাঠে খেলা না খেলে হাসপাতাল প্রাঙ্গনকেই খেলোয়াররা বেছে নিয়েছে। এটা কেমন পরিপন্থি। আর কেনইবা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো নিষেধাজ্ঞা কিংবা প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছে না। চাঁদপুর ২৫০ শয্যা সদর হাসপাতালের সম্মুখ অংশ। এ‌তে সন্ধ্যার পর শুরু হয় হাসপাতা‌লে কর্মরত ডাক্তার ও ঔষধ কোম্পা‌নির বিক্রয় প্র‌তি‌নি‌ধি‌দের ব্যাট‌মিন্টন খেলার অাসর। দুভাগ্য অামজনতার কেউ দেখার নেই এ অব্যবস্থাপনার।
‌যেখা‌নে দাড়া‌বে মুমূর্ষ রোগী‌দের জন্য এ‌ম্বোল্যান্স সকল রোগী ও তার স্বজনরা সহ‌জে হাসপাত‌লের ভিত‌রে প্র‌বেশ কর‌বে সে প‌থেই কোর্ট ক‌রে লাইট জ্বা‌লি‌য়ে খেলা চল‌ছে, শ‌ীত ভাল ভা‌বে না অাস‌তে শরীর গরম কর‌তে।

Powered by themekiller.com