Breaking News
Home / Breaking News / উৎকন্ঠায় দিনাতিপাত কাটছে নিহতের পরিবার

উৎকন্ঠায় দিনাতিপাত কাটছে নিহতের পরিবার

(পর্ব-২)
এম.আর হারুনঃ নোয়াখালীতে নির্মম হত্যায় মোঃ সোলায়মানের পরিবার পরিজন উৎকন্ঠায় দিনাতিপাত করছে। প্রতি মুহুর্তে আতংক বিরাজ করছে আত্মীয় স্বজনদের মাঝে। বিচার বিভাগীয় অলসতায় এ পরিবারের মধ্যে এখনো কাটেনি মর্মাহতের রেশ। নীরবতার মধ্যে দিন যাপন করলেও পরিবারের মনে থেকে যায় সংশয়। কবে হবে হত্যাকারীদের বিচার, কবে আসবে নিহত পরিবারের মধ্যে সুখের হাসি। তারা নিজেও জানে না। প্রশাসনিক কর্মকর্তাদের অবহেলায় নোয়াখালীতে নির্মম হত্যার বিচার বহির্ভুত হওয়ায় পরিবারের সকল সদস্য মানষিকভাবে ভেঙ্গে পড়েছে। নিহত সোলায়মান দু সন্তানের জনক। কিন্তু বিগত দু বছর অতিবাহিত হলেও আইন তার বিচারকার্য পরিচালনা করছে না বলে নিহতের পরিবারের অভিযোগ। হেজবুত তওহীদ নামক একটি ইসলামীক সংগঠনের ইসলাম প্রচার করতে গিয়েই এক শ্রেনীর অসাধু মুসল্লীদের হাতে খুন হয় মোঃ সোলায়মান। বৃহত্তর নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকায় এ হত্যাকান্ডের ফাইলটি নিহত পরিবারের পক্ষ থেকে উন্মোচন করতে গেলেও অনেক বাধা বিপত্তির মুখোমুখী হতে হয়। হত্যার তদন্তকারী আষামীদের চার্জসীট থানায় দাখিল করলেও তা কোর্ট পর্যন্ত পৌছেনি বলে পরিবারের অভিযোগ। নিহতের বোন হেজবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদীকা ইয়াসমিন আক্তার ইলা জানান, সোলায়মান এমন একজন সৎ মানুষ ছিলেন যে, নিজে না খেয়ে ক্ষুদার্থ মানুষের মুখে খাবার তুলে দিতেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, অভাবগ্রস্থ মানুষের পাশে সব সময় থাকতেন, নিজের কথা কখনোই ভাবতেন না, সব সময় অন্যের দুঃখের কথাই ভাবতেন। দুস্কৃতকারীদের হাতে এভাবে তার মৃত্যু হবে তা কখনো মেনে নেয়া যায় না। পরোপকারী এ মানুষটি না ফেরার দেশে চলে যাওয়ার পরই পুরো পরিবার ও আশপাশের মানুষের মাঝে শোকের ছায়া নেমে পড়ে। ২০১৬ সালের ১৪ মার্চ হেজবুত তওহীদের ইসলাম প্রচারনাকালীন সময়ে দুস্কৃতকারীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে সোলায়মান নিহত হয়। দুস্কৃতকারীরা তার পরিবার পরিজনদের উপরেও হামলা চালায়। তাৎক্ষনিক সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে পরিবার পরিজনদের রক্ষা করতে পারলেও সোমায়মানকে জীবিত রক্ষা করতে ব্যার্থ হয়। পরবর্তীকালে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা রুজু করা হলেও আজোও মিলেনি তার বিচারকার্য। নিহতের বোন ইলা ইয়াসমিন আরো জানান, হত্যাকান্ডের চার্জশীট থানায় জমা দেয়া হলেও আজো কোর্টে জমা পড়েনি। হত্যাকারীরা এখনো বহাল তবিয়্যতে নিজ নিজ এলাকায় নির্ভয়ে রয়েছে। কিন্তু এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার হবে কিনা তা নিয়ে ধুম্রজাল রয়েছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রভাবিত হয়ে প্রশাসন নির্বিঘ্নে বিলীন হয়ে যাচ্ছে। কি তার অপরাধ ছিলো, অপরাধীরা ধরা ছোয়ার বাইরে অবস্থান করছে। নিরীহ এ পরিবারটি কি আইনানুগ সত্য বিচার পাবে না, এমনই প্রশ্ন নিহত পরিবারের।এর উত্তর কি মামলার বিবাদীরা দিতে পারবে, এমনই প্রশ্ন বাদী পক্ষের। যে মানুষটি পরের উপকারের জন্য ঝাপিয়ে পড়তো, যে মানুষটি ইসলাম প্রচারের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, তাকেই নির্মমভাবে খুন করলো এক শ্রেনীর অমানুষ।

Powered by themekiller.com