Breaking News
Home / Breaking News / পল্লী ফার্মেসীতে অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি

পল্লী ফার্মেসীতে অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি

মতলব দক্ষিন অফিসঃ অল্পের জন্য রক্ষা পেল মতলব বাজার। গত ২৩ নভেম্বর রাত আনুমানিক ১০টায় অগ্রণী ব্যাংক রোডে পল্লী ফার্মেসীতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে ফার্মেসীতে থাকা জনৈক কর্মচারী ও পাশ্ববর্তী লোকজনের ডাক-চিৎকারে আশেপাশের ব্যবসায়ী ও স্থানীয় কাউন্সিলর এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে দোকানে থাকা ঔষধ ও গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিসাধন হয়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ অগ্নিকান্ডের সূত্রপাত কিসের থেকে তা জানা যায়নি। দোকান মালিক জানান, এ অগ্নিকান্ডে আমি ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছি এবং গত কিছুদিন পূর্বেও আমার এই দোকানে বড় ধরনের চুরি সংগঠতি হয়েছে। এ অগ্নিকান্ডের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বাজারের সকল ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই দিন শুক্রবার থাকায় অধিকাংশ ব্যবসায়ীরা সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। এ খবর পেয়ে ব্যবসায়ীরা দৌড়ে বাজারে আসে এবং ঘটনাস্থলে উপস্থিত হন। মতলব পৌরসভার প্যানেল মেয়র-২ ও স্থানীয় কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জানান, আমি এ অগ্নিকান্ডের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে আসি এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় পাশের দোকান থেকে পানি এনে আগুন নিভাতে সক্ষম হই। এ আগুন নিভাতে না পাড়লে পুরো বাজার শেষ হয়ে যেত। মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর তদন্ত ইব্রাহীম খলিল জানান, অগ্নিকান্ডের খবর শুনে দ্রুত আমরা ঘটনাস্থলে আসি এবং আগুন নিভাতে সহায়তা করি। উল্লেখ্য, কিছুদিন পূর্বেও এই দোকানে বড় ধরনের একটি চুরি সংগঠিত হয়েছে। সে রহস্যও উদঘাটন হয়নি।

Powered by themekiller.com