Breaking News
Home / Breaking News / কুষ্টিয়ায় র‌্যাবের হাতে ১৫০ পিস ইয়াবাসহ ০১ জন আটক

কুষ্টিয়ায় র‌্যাবের হাতে ১৫০ পিস ইয়াবাসহ ০১ জন আটক

অফিস প্রধান, কুষ্টিয়া॥
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের চর বানিয়াপাড়ার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী দলের আলীম বিল্লাল বাহিনীর সেকেন্ড ইনপ কমান্ড ডালিম (৩২) এখন ইয়াবা সম্রাট । এক সময়কার শীর্ষ চরমপন্থী দলের লিডার চর বানিয়াপাড়ার আলীম মারা যায় ও বিল্লাল প্রশাসনের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এরপর চরমপন্থী ডালিম গা ঢাকা দেয়। পরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত আজবাহার এর দলে যোগ দেয় ডালিম। আজবাহার মারা গেলে মাদক ব্যবসায়ী ডালিম এলাকা থেকে নিরুদ্দেশ হয়ে যায়। বেশ কিছুদিন পর মুখে দাড়ী রেথে ভ্যান চালকের ছদ্মবেশে অন্তরালে হরিপুর ব্রিজ বোয়ালদাহ মোড়, ঘোড়ার ঘাট, বানিয়াপাড়া বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ইয়াবা ব্যবসা করে আসছে। গতকাল দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজারের মখলেচুর রহমান পিতা: আফজাল হোসেনের ঔষধের দোকানের পূর্ব পাশ থেকে কুষ্টিয়া র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। সাথে ২টি মোবাইল ও ৪টি সিম উদ্ধার করে। একটি সুত্রে জানা যায়, ইয়াবা সম্রাট ডালিম চরবানিয়াপাড়া গ্রামের মৃত আহাম্মদ প্রামানিকের ছেলে। এই ব্যাপারে মাদক সম্রাট ডালিমের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। একটি সুত্র জানায়, মাদক সম্রাট ডালিমের বিরুদ্ধে কুষ্টিয়া স্থানীয় পত্রিকায় অনেক বার মাদক ব্যবসার সংবাদ ছাপা হয়েছে। এলাকা থেকে এই মাদক ব্যবসা বন্ধের জন্য কুমারখালী থানাতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মাদক ব্যকসায়ী ডালিমের এলাকায় রয়েছে একটি বাহিনী রযেছে। তারা এলাকায় পদ্মা নদী, নৌকা ডাকাতি মাদক ব্যবসা ও সেবন সহ নানা অপকর্ম চালিয়ে আসছে দীর্ঘদিন। প্রশাসন মাদক ব্যবসায়ী ডালিমকে রিমান্ডে দিয়ে জিজ্ঞাসাবাদ করলেই থলের বিড়াল বেড়িয়ে আসবে। অপর একটি সুত্র জানায়, মাদক ব্যবসায়ী ডালিম গত ২৫দিন পূর্বে গাজীপুরে দেড় লক্ষ টাকার ইয়াবার চালান দিয়ে আসে। ভ্যান চালকের ছদ্মবেশে মাদক ব্যবসায়ী ডালিম ও তার স্ত্রী নিয়মিত মাদকের ব্যবসা করে আসছে। কিছুদিন পূর্বে চর বানিয়াপাড়া মাদক ব্যবসায়ী ডালিমের বাড়ী থেকে কুমারখালী থানার এসআই রাজিব অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে মাদক সহ আটক করে। এরপর সে জামিনে বেড়িয়ে এসে আবার মাদক ব্যবসা শুরু করে। এলাকার একজন জনপ্রতিনিধি জানান, মাদক সম্রাট ডালিমের কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়েছে । এলাকাবাসী মাদক ব্যবসায়ী ডাালিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে।

Powered by themekiller.com