Breaking News
Home / Breaking News / মতলব দক্ষিণে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মতলব দক্ষিণে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শ্যামল চন্দ্র দাসঃ মতলব দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ ২২ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে রবি/২০১৮-১৯ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম। উল্লেখ্য, চলতি রবি মৌসুমে মতলব দক্ষিন উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। সর্বমোট ২ হাজার ৩ জন কৃষককে এই কর্মসূচীর অন্তর্ভূক্ত করা হয়েছে। এবছর সর্বমোট ২০০৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বরাদ্দ পাওয়া গেছে। সরিষা, বোরো, বিটি বেগুন, ভূট্টা ও গ্রীষ্মকালীন মুগ সহ মোট পাঁচটি ফসলের এক বিঘা জমি চাষের বিপরীতে সার ও বীজ বিনামূল্যে দেয়া হবে। প্রতি কৃষক সরিষার জন্য এক কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবে, বোরো ধানের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিএপি সার পাবে, ভূট্টা চাষের জন্য ২ কেজি বীজ, ১০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিএপি সার পাবে, বিটি বেগুনের জন্য ২০ গ্রাম বীজ, ১০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিএপি সার পাবে, গ্রীষ্মকালীন মুগের ক্ষেত্রে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিএপি সার পাবে। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি ভুট্টা, সরিষা, বিটি বেগুন, গ্রীষ্মকালীন মুগ ও বোরো ধান ফসলের ক্রমবর্ধমান উৎপাদন ধরে রেখে কৃষির অগ্রযাত্রা অব্যহত রাখতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করার জন্য ২০১৮-১৯ অর্থ বছরে কৃষি প্রণোদনা সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে কৃষি বান্ধব সরকার। তারই ধারাবাহিকতায় উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলার ২০০৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকে এই কর্মসূচীর আওতাভূক্ত করে কর্মসূচীটি বাস্তবায়ন করছে।

Powered by themekiller.com