Breaking News
Home / Breaking News / চাঁদপুর রিটানিং অফিসারের কার্যালয়ে ৩ জনের মনোনয়নপত্র দাখিল ও ৭ জনের ফরম সংগ্রহ

চাঁদপুর রিটানিং অফিসারের কার্যালয়ে ৩ জনের মনোনয়নপত্র দাখিল ও ৭ জনের ফরম সংগ্রহ

এম রহমান ।। একাদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০১৮ এর চাঁদপুরের ৫ টি আসনের জন্য গতকাল বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল ও ৭ জন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।জেলা প্রশাসক,চাঁদপুর ও রিটানিং অফিসারের কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
যে তিন জন প্রার্থী গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন সবাই ইসলামি আন্দোলন বাংলাদেশ দলের।তারা হলেনঃ-চাঁদপুর – ১ (কচুয়া) আসনে মোঃ জুবায়ের আহমদ,চাঁদপুর – ৩ (সদর ও হাইমচর ) মোঃ জয়নাল আবেদিন শেখ ও
চাঁদপুর – ৪ (ফরিদগঞ্জ) আসনে মুকবুল হোসেন।

নির্বাচন কমিশনের মনোনয়ন ফরম নিয়েছেন :- চাঁদপুর – ১ (কচুয়া) আসনের জন্য মোঃ গোলাম হোসেন ( আওয়ামীলীগ), চাঁদপুর – ২ মতলব উত্তর ও দক্ষিণ জালাল উদ্দিন,শাহনাজ শারমিন ও মনিরুল ইসলাম (বিএনপি)। চাঁদপুর – ৩ সদর ও হাইমচর আবু জাফর মোঃ মাইনুদ্দিন ( বাংলাদেশ ইসলামি ফ্রন্ট)।
চাঁদপুর – ৪ (ফরিদগঞ্জ) আসনে মোঃ মোতাহের হোসেন পাটওয়ারি (বিএনপি) ও দেলোয়ার হোসেন পাটওয়ারি (এনপিপি)।
উল্লেখ্য, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর,যাচাই – বাছাই ২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহার শেষ ৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহন ৩০ ডিসেম্বর।

Powered by themekiller.com