Breaking News
Home / Breaking News / জামালপুরে কেন্দুয়ার বিট পুলিশিং এর মাধ্যমে বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলোচনা সভা

জামালপুরে কেন্দুয়ার বিট পুলিশিং এর মাধ্যমে বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলোচনা সভা

নিপুন জাকারিয়া :—

বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে, সদর উপজেলার কেন্দুয়ায় বিট পুলিশিং এর মাধ্যমে অপরাধ প্রতিরোধে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বিট পুলিশিং এর মাধ্যমে নারী নির্যাতন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বক্তরা। ২৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে বিট পুলিশিং এর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলার পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম সভাপতিত্বে বিট পুলিশিং কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের এমপি আবুল কালাম আজাদ।

জামালপুর সদর থানার অফিসার ইনর্চাস মুহাম্মদ মহব্বত কবীরের সঞ্চলনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর সর্কেল সোরহার হোসেন, মাদক দ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শন এনামুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল , কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী, বীর মুক্তিযুদ্ধা শেখ আব্দুস সালাম, কেন্দুয়া কালিবাড়ী বাজারের ইজারাদার ফকরুল ইসলাম পিন্টু, সহ আরো অনেকে।

কেন্দুয়ায় বিভিন্ন অপরাধ প্রতিরোধে উন্মুক্ত আলোচনা মাধ্যমে স্মার্ট ইউনিয়ন গড়ে তুলার অঙ্গিকার ব্যক্ত করেন সকলেই।

নিপুন জাকারিয়া
জামালপুর
২৩-০২-২৪

Powered by themekiller.com