Breaking News
Home / Breaking News / সুখ দুঃখের মাঝে আলো নিভে গেছে- লেখক লাজু চৌধুরী

সুখ দুঃখের মাঝে আলো নিভে গেছে- লেখক লাজু চৌধুরী

মিথ্যের যে এতো রং থাকে
আমার জানা ছিলো না।
হঠাৎ নিদ্রা ভেঙে দেখি তোমার শরীর জুড়ে অন্য এক
নারীর শাড়ির আঁচল।
আমার চোখে জল –
পৃথিবীর আলো কমতে শুরু করছিলো
হঠাৎ বিছানা ছেড়ে জানালার পাশে এসে দাঁড়ালাম –
টিপ টিপ বৃষ্টি পড়ছে,
সোডিয়ামের আলো মাথা নুইয়ে আছে।

যাকে আমি স্বর্বস দিয়েছি
সে অন্যের শাড়ির আঁচলে হামাগড়ি দিচ্ছে।
সুখ দুঃখের মাঝে আলো গেছে নিভে –
প্রশস্ত রাস্তা হাহাকার করছে
হারিয়ে যেতে মন চাইছে–
কতগুলো বছরকে নির্বাসনে নিয়ে পত্রপাঠ বিদায় নিলাম ।

আমি কেউ নই –
আমার কোন তুমি নেই –
যাওয়া আসার মাঝ খানে যে টুকু সময় ছিলো
সেটা ছিলো কাল্পনিক কাব্য রচনা ।
……………………………………………..
সুখ দুঃখের মাঝে
আলো নিভে গেছে।
লাজু চৌধুরী😂

Powered by themekiller.com