Breaking News
Home / Breaking News / অনবদ্য কবি সারমিন জাহান মিতুর কবিতা ” যখন ভালোবাসো তুমি”

অনবদ্য কবি সারমিন জাহান মিতুর কবিতা ” যখন ভালোবাসো তুমি”

যখন ভালোবাসো তুমি
সারমিন জাহান মিতু

থার্মোমিটারে মেপে নেই শরীরের তাপমাত্রা,
একশ চার ডিগ্রি সেলসিয়াস।
তবুও হাঁটতে হয় বলে হাঁটছি,
মনের শক্তি পরাস্ত করে দেয় শারীরিক অবসাদ।
আমার কাছে শরীরটা মূল্যহীন।
মনের অনুভূতি যখন আঘাতের চিহ্ন দেখতে পায়,
আর তুমি যদি হও সে আঘাত
আমি থ্যালাসেমিয়া রোগীর মতো নেতিয়ে পড়ি।
ভেতরটা শ্বেত কনিকায় ছেয়ে যায়
অর্থহীন হয়ে পড়ে মানবিক বেঁচে থাকা।
যখন ভালোবাস তুমি,
হাজার ঘাস ফড়িং বনের সেঞ্চুরি
আমাকে দুরান্তপনায় ছুটে চলায় এক যেন চঞ্চল হরিণ।
নীলপরির গল্প হয়ে ওঠে জীবনটা।
আমি পরির দেশে উড়ে চলি
তোমার হাতটা শক্ত করে ধরি।
অব্যক্ত কথা গুলো বলে চলি মেঘের কানে কানে,
কথা গুলো সুর হয় বৃষ্টির রিনঝিন
শুনতে পায় হাজার ময়ূরী।
ওদের পেখম নৃত্য প্রদর্শনে বনের পাখপাখালি,
তুমি আমি তখন কল্পলোকের নীল জোছনা
একটু একটু আলো দেই ওদের পেখম আরও রঙিন পোশাক।
আমরা তখন জড়িয়ে থাকি বইয়ের মলাটের কবিতার মতো।
যেন কবিতা হয়েই বেঁচে আছি পরস্পরের ভালোবাসায়।

Powered by themekiller.com