Breaking News
Home / Breaking News / মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ছরোয়ার হোসেন শান্তর মত বিনিময়

মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ছরোয়ার হোসেন শান্তর মত বিনিময়

নিপুন জাকারিয়া :—
আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে, পাড়া-মহল্লায় শুরু করে, তৃণমূল কর্মীদের ধারে ধারে প্রতিনিয়তো ছুটে যাচ্ছেন, চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্র নেতা ছরোয়ার হোসেন শান্ত।

তারই ধারাবাহিকতায় ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের সাথে মত বিনিময় করেন তিনি।

মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রোকনের সঞ্চলনায় মত বিনিময় বক্তব্য রাখেন, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি মুকুল, সদস্য সামছুল রেজা হানিফ রেজবি, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি সুজায়েত আলী, আইন বিষয়ক সম্পাদক শাহীন রেজা, সদস্য মীর আশরাফ, হেলাল উদ্দিন , ২ নং ওয়ার্ড় আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, মেষ্টা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাকিউল মিলন, মেষ্টা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল মনি সিদ্দিকী, যুব মহিলা লীগের যু্গ্ন আহ্বায়ক ৪,৫,৬ এর ইউপি সদস্য আখিঁ খাতুন, ছাত্র নেতা মেহেদী হাসান মানিকসহ প্রতিটি ওয়ার্ড় আওয়ামী লীগের সভাপতি- সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় ছরোয়ার হোসেন শান্ত বলেন, আমি মহান পেশা শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করি, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আওয়ামী লীগ বিরুধী দলে থাকা কালিন, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করি। নানা চড়াই উৎরাই পেরিয়ে, ঘাত প্রতিঘাত সয্য করে, জেলা ছাত্র লীগের আওতাধীন সকল ইউনিটকে একত্রিত করেছি। সে সময় মাসের পর মাস বাড়ীর ঢুকতে পারিনি। দিনে চার পাঁচ বার পুলিশ বাসায় তল্লাশি করেছে। তিনি বলেন, আমি সাবেক ছাত্র লীগের কর্মি হিসাবে আপনাদের ভালোবাসার ও দোয়া নিয়ে, আসন্ন উপজেলা নির্বাচন সামনে রেখে, তৃণমূল কর্মিদের ধারে ধারে যাচ্ছি। মত বিনিময় শেষে ছরোয়ার হোসেন শান্তর সাফল্য কামনা করে, এক বিশেষ মোনাজাত করা হয়।

Powered by themekiller.com