নিপুন জাকারিয়া :—
জামালপুর পৌর শহরের কাচারীপাড়ার বাসিন্দা সাদা মনের মানুষ, অব: প্রাপ্ত উত্তরা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার একেএম ফজলুল হকের জানাজা নামাজ হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। ২৭ জানুয়ারী শনিবার রাত ১০ ঘটিকার সময় জামালপুর শহরের কাচারীপাড়া, সিংজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে মরহুমকে শেষ বিদায় জানাতে বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণি পেশার হাজারো মানুষের ঢল নামে। জানাজায় মরহুমের জীবন আর্দশ সম্পর্কে ও কর্ম জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন পরিচিতি প্রিয় মানুষেরা। তারা বলেন, মরহুম একেএম ফজলুল হক সত্যতার সাথে তার কর্ম জীবন পরিচালনা করেন। তিনি উচ্চ কন্ঠ কখনো কথা বলতেন না, কেউ বললে সেখান থেকে সরে যেতেন। তিনি নিয়মিত কাচারীপাড়া জামে মসজিদে নামাজ আদায় করতেন।
একেএম ফজলুল হকের মৃত্যুতে তাকে দেখতে এসে শোক প্রকাশ করেছেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মরহুমের জানাজা নামাজে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন, জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সদস্য ও উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক ও মরহুম ছোট ভাই শেখ ফরিদ, জেলা বিএনপির নেতা আমজাত হোসেন, বিএনপি নেতা মরহুমের বন্ধু ছেলে সফিউর রহমান সফি, জামাতা আনিছুর রহমান বিল্পব, শালক, ছরোয়ার হোসেন শান্ত, ছেলে শাহারিয়ার উজ্জ্বলসহ অনেকে। জানাজা নামাজ পরিচালনা করেন কাচারীপাড়া পেশ ইমাম, মাওলানা নজরুল ইসলাম। মাওলানা নজরুল ইসলাম বাবার অক্তিম সময়ে ছেলে উজ্জ্বলের সর্বক্ষণ পাশে থাকার সাক্ষ্য প্রধান করে বলেন, প্রতিটি ছেলেই উচিৎ মা-বাবা শেষ সময়ে এভাবে পাশে থাকা।
যানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তানসহ অনক গুণিগ্রাহী রেখে গেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
নিপুন জাকারিয়া
জামালপুর
২৮-০১-২৪