Breaking News
Home / Breaking News / জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া বর্গা চাষী ফিরোজ মিয়ার আলুর গাছ তুলে নিয়েছে দুর্বিতরা

জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া বর্গা চাষী ফিরোজ মিয়ার আলুর গাছ তুলে নিয়েছে দুর্বিতরা

নিপুন জাকারিয়া :—
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দের পাড়া আলুর বর্গা চাষী ফিরোজ মিয়ার প্রায় ৫০ শতাংশ জমির আলুর গাছ তুলে নিয়েছে দূর্বিতরা। ১০ জানুয়ারী বুধবার রাতে সুন্দর রুপে ধমানো এসট্রাডিস গাছ তুলে ফেলা হয়। যেখানে প্রধানমন্ত্রী বলেছে এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। সেখানে রাতের গভীরে কৃষকের আলু তুলে নেওয়ায় ভেঙ্গে পড়েছে চাষী পরিবার ।

যানা যায়, প্রতিবছরের মতো এবারো বর্গা চাষী ফিরোজ মিয়া প্রায় ২০০ শতাংশ জমি বর্গা নিয়ে এস্টাডিস জাতীয় আলু চাষ করে। বৌর মৌসুমের জমির খরচ দিয়ে আলু চাষ অত্যন্ত ব্যায় বহল। জমির মালিকে চাষ হওয়ার পরে আলুর ভাগ দিতে হবে বলে জানান, চাষী ফিরোজ মিয়া। তিনি জানান, এই জমিতে আলু লাগাতে সার বিষ, কামলা বেতনসহ ৩ লক্ষের অধিক খরচ হয়েছে। গতকাল গবীর রাতে আমার ৪০ দিন বয়সী আলুর গাছগুলি তুলে রেখে যায় কে বা কাহারা। এতে দরিদ্র আলু চাষী হিসাবে, আমি ভেঙ্গে পড়েছি। তিনি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

নিপুন জাকারিয়া
জামালপুর

Powered by themekiller.com