Breaking News
Home / Breaking News / কবি আব্দুল্লাহ আল মামুন রিটনের কবিতা ” ভিতু “

কবি আব্দুল্লাহ আল মামুন রিটনের কবিতা ” ভিতু “

” ভিতু ”
– আব্দুল্লাহ আল মামুন রিটন

আমার আমিতে যে ঠনঠনে আমিত্ব
ঢেকে রাখি তা শব্দের চৌকস সাজে,
মুখে ও কলমে মরে গেছে ন্যায় ও সত্য
জেগে আছে বেঁচে থাকার অদম্য সৈন্য।

বুদ্ধিজীবী হতে চেয়ে ভোঁতা কলমে
ঠিকরে বেড়িয়ে আসে কাঙাল অস্তিত্ব,
রাজ্যের ক্ষুধা পেটে সারারাত আমি ঘামি
সকালের আক্রমণে জেতা চাই শ্রেষ্ঠত্ব।

এ এক অনিবার্য পরিবর্তনের খেলা রোজ
নিজেই বিক্রি হয়ে কিনে আনি আমিকে
নির্ধারিত চড়ের ভয়ে রোজ দাগাই কলম
মুখে থাকে স্লোগান: মুক্তি চাই, মুক্তি দে।

Powered by themekiller.com